ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০৯ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২

লুঙ্গি পরে অফিস করা আসলে ঠিক হবে না

নিজস্ব সংবাদদাতা, সৈয়দপুর, নীলফামারী

প্রকাশিত: ২২:২৬, ১০ জুন ২০২৩

লুঙ্গি পরে অফিস করা আসলে ঠিক হবে না

কম্পিউটার অপারেটর নওশাদ আনসারি

সেন্ট্রাল ইন্সুরেন্স নামে একটি বীমা কোম্পানীর সৈয়দপুর শাখা অফিসের কম্পিউটার অপারেটর নওশাদ আনসারি নামে এক যুবক অফিসে লুঙ্গি পরে কাজ করার অনুমতি চাওয়ার খবরটি বিভিন্ন মাধ্যমে প্রচার হওয়ায় নানা ধরনের মন্তব্যের স্বীকার হয়েছেন এ যুবক।

তার আবেদন পত্রটি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার পোষ্ট হলে নেটিজেনরা অনেকে বিদ্রুপ করেন। নুরে আলম সিদ্দিকী লিখেন লুঙ্গি পরিধান করে কি হেড অফিসে যাওয়া যাবে? ওয়াকার আনছারি লিখেন, ডিসেম্বর-জানুয়ারীর দিকে বিবেচনা করা যাবে। 

অনেকে লিখেছেন, আবেদন পত্রটির লেখা কাটাকাটি হওয়ায় বাতিল করা হল।  শনিবার বিকালে শহরের পৌর ২ নং ওয়ার্ডের গোলাহাট ক্যাম্প সংলগ্ন এলাকার ওই যুবকের বাড়িতে গিয়ে কথা হয় তার সাথে।

এ সময় তিনি বলেন, মুলত ওই সময় ৪০ ডিগ্রি তাপমাত্রা ও লোডশেডিংয়ের কারণে গরম থেকে বাঁচতে এমন আবেদন করেছিলাম। কারণ প্যান্ট শার্ট পরে প্রচন্ড গরমে অস্থির অবস্থা হয়েছিল। তাই অফিসের শতভাগ কাজ করতে পারতাম না বলে মনে হয়েছিল। 

তবে এখন যেহেতু গরম কম ও লোডশেডিং নেই। তাই লুঙ্গি পরে অফিস করা ঠিক হবে না। যদিও লুঙ্গি বাঙ্গালীদের ঐতীহ্যবাহী পোশাক। এটা অফিসে মানানসই নয়।

নওশাদ আরও বলেন, মন থেকেই আবেদনটি করেছি। অনেকে ট্রল করছে। এটা তাদের বিষয়। তবে অফিসের অনুমতি পাওয়া যাবে কি-না? তা আজ জানা যাবে।

 

এমএস

×