ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০৯ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২

ফুলজোড় নদে ভেসে উঠছে মাছ, ধরতে মানুষের ভিড়

নিজস্ব সংবাদদাতা, রায়গঞ্জ, সিরাজগঞ্জ

প্রকাশিত: ১৭:৫০, ২০ মে ২০২৩

ফুলজোড় নদে ভেসে উঠছে মাছ, ধরতে মানুষের ভিড়

ভেসে ওঠা মাছ ধরছে শিশুরা। ছবি: জনকণ্ঠ।

সিরাজগঞ্জের রায়গঞ্জের ফুলজোড় নদের বিভিন্ন অংশে নানা প্রজাতির মরা মাছ ভেসে উঠছে। মরা ও অর্ধমরা এসব মাছ ধরতে নদীটির দু’পাড়ে ভিড় জমিয়েছে শতশত নারী-পুরুষ ও শিশু। 

শুধু মাছ নয় বিভিন্ন প্রজাতির সাপ, ব্যাঙ, কুঁচে, কাঁকড়া, শামুক-ঝিনুকসহ জলজ প্রাণী মরা ভেসে উঠছে। শিল্পকারখানার দূষিত বর্জ্রে নদীতে মাছ মারা যাচ্ছে এমন অভিযোগ নদের তীরবর্তী মানুষের। 

শনিবার (২০ মে) সকালে উপজেলার রায়গঞ্জ পৌরসভার ধানগড়া, রণতিথা, মহেশপুর ও চান্দাইকোনা ইউনিয়নের বেড়াবাজুয়া নদের পানির রং বদলে অজস্র মাছ মরে ভেসে উঠে।

উপজেলার ধানগড়া ইউনিয়নের বাসিন্দা আব্দুল আলিম নামে এক ব্যক্তি জানান, নদেটির উজানে বগুড়া জেলার শেরপুর উপজেলার এসআর কেমিক্যাল ও মজুমদার নামে দুটি শিল্প কারখানার বর্জ্য নদীতে ফেলায় পানি দূষিত হয়ে গেছে। স্থানীয়দের অভিযোগ বেশকিছু দিন ধরে পানির রং এমনভাবে বদলে গেছে যে এ পানির রং নীল আকার ধারণ করেছে। সকাল থেকে সব ধরনের মাছ মরে ভেসে উঠছে। 

জীববৈচিত্র ও প্রকৃতি সংরক্ষণের বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠন স্বাধীন জীবনের নির্বাহী পরিচালক আবদুর রাজ্জাক বলেন, ‘কয়েক বছর ধরেই দুটি শিল্পকারখানার বর্জ্যে এই নদের পানি দূষিত হচ্ছে। এর প্রতিবাদে শেরপুর ও রায়গঞ্জ উপজেলার সচেতন মানুষ প্রতিবাদ, আন্দোলন করলেও নদীদূষণ বন্ধ হয়নি।’ 

রায়গঞ্জ পৌরসভার মেয়র আবদুল্লাহ আল পাঠান বলেন, ‘ফুলজোড় নদের পানি দূষণের বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বলার পরও কোনো প্রতিকার হচ্ছে না। প্রতিবছরই এমন সময় উজানের দুটি শিল্পকারখানার বর্জ্যে নদের মাছসহ জলজ প্রাণী মারা যায়।’ 

উপজেলা মৎস্য কর্মকর্তা মো. হাফিজুর রহমান বলেন, ‘এ বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
 
রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তৃপ্তি কণা মন্ডল বলেন, ‘আমরা জানতে পারলাম বগুড়া জেলার শেরপুর উপজেলার দুটি শিল্পকারখানার বর্জ্রে নদীর পানি দূষিত হয়ে নদের সব মাছ মরে যাচ্ছে। বিষয়টি আমরা আমাদের জেলা প্রশাসক মহোদয়কে অবহিত করবো। আশা করি এ বিষয়ে খুব দ্রুতই একটা সমাধান পাওয়া যাবে।’

এমএইচ

×