
নিহত যুবক
উপজেলার ভুজপুর ইউনিয়নের আজিমপুর চৌধুরী বাড়িতে বুধবার বিকালে আম পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে মেজবাব উদ্দিন চৌধুরী (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত মেজবাহ উদ্দিন একই এলাকার আব্দুল্লাহ চৌধুরীর পুত্র।
স্থানীয় সূত্রগুলো জানায়, ঐদিন বিকেলে গাছ থেকে আম পেড়ে নামার সময় তার পরনের জামা বাড়ির সীমানা প্রাচীরে স্থাপিত লোহার এঙ্গেলের সাথে আটকে যায়। এতে নিজের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে পাশের গাছে থাকা একটি বাঁশের উপর পড়ে যান তিনি। এ সময় বাঁশটি তার পায়ু পথে ঢুকে যায়। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসক।
টিএস