
পাঁচ কেজি ওজনের শিলা হাতে স্থানীয় এক ব্যক্তি
জেলার পাংশা উপজেলায় বৃষ্টির সঙ্গে পাঁচ কেজি ওজনের একটি শিলা পড়েছে। শনিবার বিকেলে উপজেলা পরিষদ চত্বরের পাশে চান্দুর মোড় এলাকায় বড় আকৃতির শিলাটি পড়ে বলে স্থানীয়রা জানান। মুহূর্তের মধ্যে সেই শিলার ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।
স্থানীয় ব্যবসায়ী হালিম বিশ্বাস জানান, বিকেলে ঝড়-বৃষ্টির সঙ্গে শিলাবৃষ্টি শুরু হয়। এ সময় হঠাৎ আমার দোকানের পাশে বিশাল বড় একটি শিলা পড়ে। বৃষ্টি শেষে হাতে নিয়ে অনুমান করি ওজন হবে পাঁচ কেজি। স্থানীয় সংবাদকর্মীরা বলেন, ঝড়বৃষ্টি থামার পর সেখানে গিয়ে শুনি বড় একটি শিলা পড়েছে। শিলাটি দেখার পরও বিশ্বাস করতে পারছি না এত বড় শিলা পড়তে পারে। স্থানীয় ৬৫ বছর বয়সী এক বৃদ্ধ বলেন, এত বড় শিলা আমার জীবনে দেখি নাই। এই প্রথম দেখলাম। বৃষ্টি শেষ হলে হৈচৈ শুনতে পাই। এসে দেখি হালিম বিশ্বাস বড় একটি শিলা হাতে ধরে দাঁড়িয়ে আছেন। তিনি আরও জানান, শিলাটি পড়ে ভেঙে যাওয়ার পরও পাঁচ কেজি ওজন হবে। এক নজর শিলাটি দেখার জন্য স্থানীয়রা ভিড় করছে।
উপজেলা কৃষি কর্মকর্তা রতন কুমার ঘোষ বলেন, বিষয়টি আমি শোনার পর আমাদের কয়েকজনকে ঘটনাস্থলে পাঠিয়েছি। রতন কুমার ঘোষ আরও বলেন, শিলাটির ছবি সামাজিক মাধ্যমে দেখেছি। তবে শিলার আকৃতি দেখে মনে হচ্ছে এটা শিলা নয়। দেখতে মনে হচ্ছে বরফকলে তৈরি বরফের মতো। এর পরও আমাদের প্রতিনিধিদল এলে বিষয়টি পরিষ্কার হওয়া যাবে। পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ জাফর সাদিক চৌধুরী বলেন, পাঁচ কেজি ওজনের শিলা পড়েছে এমন খবর আমিও পেয়েছি। উল্লেখ্য, শিলা আকারে বড় হলেও সাধারণত ওজন অত বেশি হয় না। নথিবদ্ধ ইতিহাসে বিশ্বে সবচেয়ে বড় শিলাটি পড়েছিল বাংলাদেশের গোপালগঞ্জ জেলায়। ১৯৮৬ সালের কোনো একদিন ভয়াবহ শিলাবৃষ্টির মধ্যে ওই শিলাটি পড়েছিল, যেটির ওজন ছিল ১ দশমিক ০২ কেজি।