
ধানরে ক্ষতে। ফাইল ফটো
ফেনী জেলায় শ্রমিক সংকট ও উচ্চমূল্যে ধান ঘরে তুলতে দিশেহারা কৃষক। এই অসহায় কৃষকদের পাশে থেকে ধান কেটে ঘরে পৌছে দিলো ফেনী জেলা ছাত্রলীগ। বৃহস্পতিবার সকালে ফেনী সদর উপজেলার ফরহাদ নগর ইউনিয়নের কাটা মোবারক ঘোনা এলাকার প্রায় দেড় একর জমির ধান কেটে ঘরে পৌছে দেয় ছাত্রলীগ।
জেলা ছাত্রলীগের সভাপতি তোফায়েল আহাম্ম তপু জানায়, চলতি বরো মৌসুমে ক্ষেত থেকে ধান কেটে কৃষকের ঘরে পৌঁছে নির্দেশনা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার আলোকে কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশে ফেনী জেলা ছাত্রলীগের ১১টি ইউনিটি আজ জেলার প্রতান্ত অঞ্চলের অসহায় কৃষকের ধান কেটে ঘরে পৌছে দেয়া হচ্ছে। কৃষকের মাঠে যতদিন ধান থাকবে ততদিন ছাত্রলীগ এই ধান কেটে ঘরে পৌছে দেবে বলে জানান ছাত্রলীগের সভাপতি।
এদিকে ছাত্রলীগের নেতাকর্মীদের এমন উদ্যোগে স্বস্তি প্রকাশ করে কৃষক সাহাব উদ্দিন জানান, শ্রমিকের যে মূল্য সে মূল্য দিয়ে ধান কাটা সম্ভব হচ্ছে না। এই বিপদ মুহুত্যে ছাত্রলীগ পাশে দাড়িয়েছে শেখ হাসিনা ও ছাত্রলীগের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।
এসআর