ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১

 পাবনায় গুমানী নদীতে সেতুর অভাবে দুর্ভোগ

সংবাদদাতা, চাটমোহর, পাবনা

প্রকাশিত: ২০:৫৭, ৩১ মার্চ ২০২৩

 পাবনায় গুমানী নদীতে সেতুর অভাবে  দুর্ভোগ

একমাত্র বাশের সাঁকো দিয়ে শত শত মানুষের পারাপার

টমোহর ভাঙ্গুড়া উপজেলার মধ্য দিয়ে প্রবাহিত গুমানী নদীটি ভাটিতে যমুনা নদীতে গিয়ে মিশেছে। নদীপাড়েই অবস্থিত চাটমোহরের নিমাইচড়া ইউনিয়নের জনগুরুত্বপূর্ণ বৃহত্তর মির্জাপুর হাট। নদীর দুপাড়ে দুই উপজেলার লক্ষাধিক মানুষের পারাপারের একমাত্র ভরসা বাঁশের সাঁকো আর বর্ষা মৌসুমে নৌকা। এই চরম দুর্ভোগ লাঘবে নদীর ওপর একটি ব্রিজ নির্মাণের দীর্ঘদিনের দাবি এলাকাবাসীর। নদীর উত্তর পাড়ে পাবনা জেলার চাটমোহর উপজেলার নিমাইচড়া ইউনিয়ন। এই নদীপাড়েই ইউনিয়ন পরিষদ, ভূমি অফিস, মির্জাপুর ডিগ্রি কলেজ, মাদরাসা, উচ্চ বিদ্যালয়, ব্যাংকসহ বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। মির্জাপুরসহ নিমাইচড়া ইউনিয়নের কয়েকটি গ্রাম এবং প্রাচীন ব্যবসা প্রসিদ্ধ বৃহত্তর মির্জাপুর হাটও নদীর উত্তর পাড়ে অবস্থিত। সপ্তাহে রবিবার বৃহস্পতিবার দুদিন হাট বসে। হাট থেকে সরকার লাখ লাখ টাকা রাজস্ব আদায় করছেন। কিন্তু ব্রিজের অভাবে যোগাযোগ ব্যবস্থা না থাকায় এখন হাটটি বন্ধের উপক্রম।

দক্ষিণ পাড়ে একই জেলার ভাঙ্গুড়া উপজেলার অষ্টমনিষা ইউনিয়ন অবস্থিত। এখানেও নদী পাড়েই অষ্টমনিষা ইউনিয়ন পরিষদ, ইউনিয়ন ভূমি অফিস, হাসিনা মোমিন বালিকা উচ্চ বিদ্যালয়, অষ্টমনিষা দ্বিমুখী উচ্চ বিদ্যালয়, অষ্টমনিষা বাজার, পোস্ট অফিসসহ সরকারি বেসরকারি প্রতিষ্ঠান রয়েছে। হাট বাজার, স্কুল কলেজসহ বিভিন্ন প্রয়োজনে প্রতিনিয়ত দক্ষিণ পাড়ের মানুষকে উত্তর পাড়ে এবং উত্তর পাড়ের মানুষকে দক্ষিণ পাড়ে যেতে হয়। অষ্টমনিষা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুলতানা জাহান বকুল বলেন, হাটবাজার, ছাত্রছাত্রীদের স্কুল কলেজসহ বিভিন্ন প্রয়োজনে আমাদের নদীর উত্তর পাড়ে যেতে হয়। অষ্টমনিষা মির্জাপুরের মধ্যবর্তী গুমানী নদীতে ব্রিজ না থাকায় আমাদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। জনদুর্ভোগ লাঘবে স্থানে অতি দ্রুত ব্রীজ নির্মাণ প্রয়োজন। নিমাইচড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূরজাহান বেগম মুক্তি বলেন, মির্জাপুর একটি বড় ব্যবসা কেন্দ্র। নিমাইচড়া ইউনিয়ন পরিষদসহ অনেক গুরুত্বপূর্ণ স্থাপনা মির্জাপুরে অবস্থিত। পাশাপাশি নদীর অপর পাড় অষ্টমনিষাও একটি ইউনিয়ন সদর।

দুই ইউনিয়নসহ দুই উপজেলার লক্ষাধিক মানুষকে নদী পারাপার হতে হয়। উপজেলা সদরে যাতায়াতসহ বিভিন্ন প্রয়োজনে প্রতিদিন নদী পার হতে হয় আমাদের। ব্রিজ না থাকায় প্রতিনিয়ত ভোগান্তি পোহাতে হচ্ছে এলাকাবাসীদের। শিশু, বৃদ্ধ, অসুস্থ্য, সন্তানসম্ভবা মাকে দ্রুত হাসপাতালেও নিতে পারি না আমরা। কিন্তু নদীতে ব্রিজ না থাকায় খেয়া নৌকায় পারাপার হতে হয়। তিনি আরও বলেন, এই ব্রিজের জন্য স্থানীয় সংসদ সদস্যর নিকট বার বলে আসছি। ব্রিজ হবে মর্মে সান্ত¦না ছাড়া কিছুই পাইনি। জনগুরুত্বপূর্ণ স্থানে একটি ব্রিজ হওয়া অতীব জরুরি প্রয়োজন। চাটমোহর উপজেলা প্রকৌশলী সুলতান মাহমুদ জানান, মির্জাপুর-অষ্টমনিষা ব্রিজের প্রস্তাবনা পাঠানো আছে ঊর্ধ্বতন মহলে। ডিপিপির অন্তর্ভুক্ত হলে প্রকল্পটি বাস্তবায়ন করা সম্ভব হবে।

×