
আটক। প্রতীকী ছবি
বগুড়ায় বৃহস্পতিবার রাতে এক ক্যাম্পে অভিযান চালিয়ে তেলের ড্রামে বিশেষ কায়দায় গাঁজা পাচারের সময় ১১০ কেজি গাঁজাসহ একটি পিকআপ ভ্যান ও দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব।
গ্রেপ্তারকৃতরা হলো- নাজমুল হাসান (২৯) ও তমু মিয়া (৪০)। দুই জনের বাড়িই কুমিল্লার তেতাভূমি এলাকায়।
র্যাব বগুড়া ক্যাম্প জানায়, গোপন সূত্রে খবর পেয়ে রাত ২টায় বগুড়া-রংপুর মহাসড়কে শহরের সদরের বিমানমোড় এলাকায় অভিযান চালান হয়। স্থানীয় একটি হোটেলের সামনে ঢাকা থেকে দিনাজপুরগামী এ সময় একটি পিকআপ ভ্যানে তল্লাশি করে বিপুল পরিমাণের ওই গাঁজাসহ ২ ব্যক্তিকে আটক করা হয়। গাঁজাগুলো পিকআপ ভ্যানের তেলের ড্রামে বিশেষভাবে রাখা ছিল।
র্যাব আরো জানায়, গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীরা বগুড়াসহ আশে পাশের জেলাগুলোতে মাদক কারবার চালিয়ে আসছিলো। এ বিষয়ে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
এসআর