ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

মাগুরায় ক্রিকেটার সাকিবের নামে শ্রেণি কক্ষ

প্রকাশিত: ১১:৪০, ৩০ মার্চ ২০২৩

মাগুরায় ক্রিকেটার সাকিবের নামে শ্রেণি কক্ষ

শ্রেণি কক্ষ ও সাকিব আল হাসান

ক্রিকেট বিশ্বের অলরাউন্ডার সাকিব আল হাসানের নামে একটি স্কুলের শ্রেণি কক্ষের নামকরণ করা হয়েছে। সাকিবের জন্মস্থান মাগুরার ওই স্কুলটিতে ২০১৬ সালে শ্রেণি কক্ষের এই নামকরণ করা হয়। সম্প্রতি এমনই একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেখা গেছে। 

ফেসবুকে স্ট্যাটাস লিখে শ্রেণি কক্ষের একটি ছবি পোস্ট করা হয়েছে। স্ট্যাটাসে বলা হয়েছে,
সদ্য গ্র্যাজুয়েট হওয়া সাকিব আল হাসানের নামে আছে ক্লাসরুমও। ২০১৬ সালে বিশ্বসেরা অলরাউন্ডারের জন্মস্থান মাগুরার একটা স্কুলের শ্রেণি কক্ষের নামকরণ করা হয় ‘সাকিব আল হাসান কক্ষ’। যে রুমে নেওয়া হতো প্রথম ও তৃতীয় শ্রেণির ক্লাস...।

এ দিকে, পোস্ট করা ছবিটিতে সাকিবের জন্ম সাল দেওয়া আছে ১৯৮৫। যা নিয়ে প্রশ্ন তুলছেন নেটিজেনরা। তারা বলছেন ওই জন্ম সালটি ও মাস-দিন ভুল দেয়া আছে। সাকিবের সাল ১৯৮৭ হবে বলেও তারা কমেন্টে মনে করিয়ে দেন। 

সাকিবের নামে শ্রেণি কক্ষের নামকরণ স্ট্যাটাসটির কমেন্টে বেশিরভাগ নেটিজেনরা সাকিব আল হাসানের প্রসংশা করেছেন। কমেন্টে সাকিব নামের একজন লিখেছেন, ‘লাভ ইউ বস সাকিব আল হাসান।’ মনির আহম্মেদ লেখেন, ‘বাংলাদেশের প্রকৃত কিংবদন্তিরা উপেক্ষিত। সেখানে বিশ্ব ক্রিকেট কিংবদন্তির নামে কিছু হলেও তো হলো। সরকারি উদ্যগে হওয়া দরকার।’ 

  

টিএস

×