
মাগুরায় খাদ্যের সন্ধানে দলছুট একটি হনুমানের আগমন ঘটেছে
মাগুরায় খাদ্যের সন্ধানে দলছুট একটি হনুমানের আগমন ঘটেছে। হনুমানটি আকারে বেশ বড় এবং কালোমুখো। পূর্ণবয়স্ক বলে ধারণা করা হচ্ছে। সোমবার দুপুরে মাগুরা শহরের একটি মুদি দোকানে খাদ্যের আশায় হনুমানটি আসে। এই সময় হনুমানটিকে বাদাম খেতে দেখা যায়। পথচারী বহু মানুষ হনুমানটিকে দেখতে ভিড় করেন। কিছুক্ষণ পরে হনুমানটি স্থান ত্যাগ করে অন্যত্র চলে যায়।