ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

শেরপুরে ভূমিহীন মুক্ত হচ্ছে তিন উপজেলা, ঘর পাচ্ছে ৭৯৩ পরিবার 

নিজস্ব সংবাদদাতা, শেরপুর

প্রকাশিত: ১৯:৩৫, ২০ মার্চ ২০২৩

শেরপুরে ভূমিহীন মুক্ত হচ্ছে তিন উপজেলা, ঘর পাচ্ছে ৭৯৩ পরিবার 

প্রেস ব্রিফিংয়ে বক্তব্য দেন জেলা প্রশাসক সাহেলা আক্তার

দেশের একজন মানুষও ভূমিহীন ও গৃহহীন থাকবে না- প্রধানমন্ত্রী শেখ হাসিনার এ ঘোষণা বাস্তবায়নের আওতায় শেরপুরে এবার ৩টি উপজেলা ভূমিহীন ও গৃহহীনমুক্ত হচ্ছে। উপজেলাগুলো হচ্ছে- নালিতাবাড়ী, নকলা ও ঝিনাইগাতী। আগামী ২২ মার্চ দেশের আরও বেশ কয়েকটি উপজেলার মতো এ তিন উপজেলাকে ভূমিহীন ও গৃহহীনমুক্ত ঘোষণা করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

সোমবার (২০ মার্চ) বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় আয়োজিত এক প্রেস ব্রিফিং এ তথ্য জানানো হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক সাহেলা আক্তার।

প্রেস ব্রিফিং এ জানানো হয়, প্রধানমন্ত্রীর আশ্রয়ন-২ প্রকল্পের আর্থিক সহযোগিতায় ৪র্থ পর্যায়ে ‘ক’ শ্রেণির আওতায় (যাদের জমি ও ঘর নেই) শেরপুর জেলায় ৯১৯টি ঘর বরাদ্দ পাওয়া যায়। নালিতাবাড়ী উপজেলায় ৪৭৫টি, নকলায় ১৫০টি, ঝিনাইগাতীতে ৭৫টি, শেরপুর সদরে ৪৯টি ও শ্রীবরদীতে ৪৪টিসহ ৭৯৩টি ঘর নির্মাণ কাজ শেষ হয়েছে। 

এর মধ্য দিয়ে শেরপুর সদর ও শ্রীবরদী ব্যতীত অপর ৩টি উপজেলা ভূমিহীন ও গৃহহীনমুক্ত হবে। আগামী দু’মাসের মধ্যে অন্য দু’টি উপজেলাও ভূমিহীন ও গৃহহীনমুক্ত ঘোষণা করা যাবে বলে আশা করা হচ্ছে। 

ব্রিফিং এ আরও জানানো হয়, জেলা প্রশাসনের তত্বাবধানে একটি কমিটির মাধ্যমে উপজেলা প্রশাসন ওই ঘর নির্মাণ প্রকল্প বাস্তবায়ন করছে। এতে প্রতিটি পরিবারের ঘরের জন্য ব্যয় হচ্ছে ২ লাখ ৮৪ হাজার ৫শ টাকা।  

প্রেস ব্রিফিং এ অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জেলা পরিষদের প্রধান নির্বাহী  কর্মকর্তা সাইয়েদ এজেড মোরশেদ আলী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুকতাদিরুল আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মনিরুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছানুয়ার হোসেন ছানু, সাবেক সহ-সভাপতি ফখরুল মজিদ খোকন, নকলা উপজেলা চেয়ারম্যান শাহ মো. বোরহান উদ্দিন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহনাজ ফেরদৌস, নকলা উপজেলা নির্বাহী কর্মকর্তা বুলবুল আহমেদ, নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা খ্রিস্টফার হিমেল রিছিল, প্রেসক্লাবের সাবেক সভাপতি রফিকুল ইসলাম আধার, সিনিয়র সাংবাদিক দেবাশীষ ভট্টাচার্য, দেবাশীষ সাহা রায় প্রমুখ। 

এদিকে ৪র্থ পর্যায়ে জেলায় বরাদ্দ পাওয়া ৭৯৩টি পরিবারে আনন্দের জোয়ার বইছে। 

প্রধানমন্ত্রীর আশ্রয়ন প্রকল্প-২ এর আওতায় ১ম, ২য়, ৩য় ও ৪র্থ পর্যায় মিলে জেলায় সর্বমোট ১ হাজার ৮৭০টি ভূমিহীন, গৃহহীন ও আশ্রয়হীন তৃণমূল-প্রান্তিক পরিবার পুনর্বাসিত হচ্ছে।

এসআর

×