
শালিখার আড়পাড়ায় ব্যতিক্রমী দৃষ্টিনন্দন শিক্ষা পার্ক
দেশের মধ্যে প্রথম মাগুরা জেলার শালিখার আড়পাড়ায় ব্যতিক্রমী দৃষ্টিনন্দন শিক্ষা পার্ক নির্মিত হয়েছে। পার্কে রয়েছে দেশের মানচিত্র, জাতীয় পতাকা, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিচিতিসহ ছবি, সাত বীরশ্রেষ্ঠ’র পরিচিতিসহ ছবি, সাভার জাতীয় স্মৃতিসৌধ, পৃথিবী, ফ্রান্সের আইফেল টাওয়ার, মিসরের পিরামিড, বঙ্গবন্ধু স্যাটেলাইট উপগ্রহসহ নানা ভাস্কর্য। পার্কটি সকলের জন্য খুলে দেওয়া হয়েছে। ফলে অভিভাবকরা তাদের সন্তানদের নিয়ে পার্কে যাচ্ছেন নতুন নতুন বিষয়ের সঙ্গে পরিচিত করতে, শিশুদের জ্ঞানের পরিধি বৃদ্ধি করতে। ফলে শিশুদের পদচারণায় পার্ক এলাকা মুখরিত হয়ে উঠেছে।
মাগুরা জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ শিক্ষা পার্কের উদ্বোধন করেছেন। জানা গেছে, সম্প্রতি মাগুরা জেলার শালিখা উপজেলার সদর আড়পাড়ায় ডিগ্রি কলেজ প্রাঙ্গণে শালিখা উপজেলা পরিষদের বাস্তবায়নে এবং জাইকার অর্থায়নে ৪ লাখ টাকা ব্যয়ে সারা দেশের মধ্যে প্রথম শিক্ষা পার্ক নির্মাণ করা হয়েছে। পার্কটিতে শিশুদের শিক্ষণীয় নানা বিষয় রয়েছে। এলাকাবাসী জানান, তাদের এলাকাতে এই পার্কটি নির্মিত হওয়ায় তারা খুব আনন্দিত। এটা শুধু মাগুরা জেলা নয়, আশেপাশের অনেক জেলার শিশুদের জ্ঞানের পরিধি বৃদ্ধিতে ভূমিকা রাখবে।
পার্কে রয়েছে দেশের মানচিত্র, জাতীয় পতাকা, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিচিতিসহ ছবি, সাত বীরশ্রেষ্ঠ’র পরিচিতিসহ ছবি, সাভার জাতীয় স্মৃতিসৌধ, পৃথিবী, ফ্রান্সের আইফেল টাওয়ার, মিসরের পিরামিড, বঙ্গবন্ধু স্যাটেলাইট উপগ্রহসহ নানা ভাস্কর্য। জাইকার প্রতিনিধিরা পার্কটি দেখে সন্তোষ প্রকাশ করেছেন। শালিখা উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট কামাল হোসেন বলেন, জেলার শালিখার সদর আড়পাড়ায় ডিগ্রি কলেজ প্রাঙ্গণে শালিখা উপজেলা পরিষদের বাস্তবায়নে এবং জাইকার অর্থায়নে সারা দেশের মধ্যে প্রথম শিক্ষা পার্ক নির্মাণ করা হয়েছে। পার্কটিতে শিশুদের শিক্ষণীয় নানা বিষয় রয়েছে। যা শিশুদের জ্ঞানের পরিধি বাড়াতে ভূমিকা রাখবে।