
তুলার কারখানায় আগুন
সোমবার দুপুরে টঙ্গীর দক্ষিণ আউচপাড়া বটতলা এলাকায় তুলার কারখানা ও গোডাউনে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনায় তুলার গোডাউন পুড়ে ছাঁই হয়ে গেছে। এ সময় কারখানা ম্যানেজারসহ ৪ কর্মচারী আহত হয়েছেন। আহতরা হলেন, ম্যানেজার জাকির হোসেন, কর্মচারী সবুজ, সুমন ও সোলাইমান।
আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। টঙ্গী ফায়ার সার্ভিসের মুখপত্র ইকবাল হাসান জনকণ্ঠকে জানান, ফায়ার সার্ভিসের তিন ইউনিটের কর্মীরা ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। কারখানা ও গুদাম মালিক আহসান উল্লাহ দিদার জানান, "আগুন লাগার পর স্থানীয়রা আগুন নেভাতে শুরু করে।
পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে তাঁর গুদামে থাকা প্রায় অর্ধকোটি টাকার তুলা পুড়ে ছাঁই হয়ে যায়।" আগুন লাগার কারণ কেউ বলতে পারেনি।
এমএস