ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০৬ ডিসেম্বর ২০২৪, ২২ অগ্রাহায়ণ ১৪৩১

ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের পর হত্যা, গ্রেপ্তার ২

প্রকাশিত: ১৯:১৪, ৫ মার্চ ২০২৩

ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের পর হত্যা, গ্রেপ্তার ২

ধর্ষণ

মাদারীপুরের শিবচরে ঘরে ঢুকে এক প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের পর হত্যার ঘটনায় দুই জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (৫ মার্চ) বিষয়টি নিশ্চিত করেন জেলা পুলিশ সুপার পুলিশ সুপার মাসুদ আলম।

তিনি জানান, গত শুক্রবার রাতে প্রবাসীর স্ত্রী নিজ ঘরে ঘুমিয়েছিলেন। সকালে তার বিবস্ত্র মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে শিবচর থানায় মামলা করেন। পরে পুলিশ একই এলাকার নুরু কাজীর ছেলে আতিয়ার কাজীকে গ্রেপ্তার করে। তার দেওয়া তথ্যমতে তোতা মোল্লার ছেলে শহীদকেও গ্রেপ্তার করা হয়।

পুলিশ সুপার বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে, আতিয়ার হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। এ ঘটনার সঙ্গে আরও একজন জড়িত আছে বলে তারা জানিয়েছেন।’

মাসুদ আলম বলেন, ‘আতিয়ারের সঙ্গে ওই গৃহবধূর পরকীয় সম্পর্ক ছিল। প্রায়ই আতিয়ারের কাছ থেকে টাকা নিতেন তিনি। একপর্যায়ে আতিয়ারের স্ত্রী বিষয়টি জেনে গেলে তাদের সংসারে কলহ সৃষ্টি হয়। ফলে আতিয়ার ক্ষুব্ধ হয়ে হত্যার পরিকল্পনা করেন।’

তিনি বলেন, ‘ঘটনার দিন রাতে ওই গৃহবধূকে প্রথমে ধর্ষণ করেন আতিয়ার। পরে পালাক্রমে আরও দুজন ধর্ষণ করেন। কিন্তু ঘটনাটি জানিয়ে দেওয়ার হুমকি দিলে তারা ওই গৃহবধূকে হত্যা করে পালিয়ে যান।’

এমএইচ

সম্পর্কিত বিষয়:

×