ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে

বাটিকামারীতে ফ্রি মেডিকেল ক্যাম্প

প্রকাশিত: ১৯:২০, ২১ ফেব্রুয়ারি ২০২৩

বাটিকামারীতে ফ্রি মেডিকেল ক্যাম্প

ফ্রি মেডিকেল ক্যাম্প

আন্তর্জাতিক মাতৃভাষা ও জাতীয় শহীদ দিবস উপলক্ষ্যে গোপালগঞ্জের মুকসুদপুরে  বাটিকামারীতে ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে গ্রামবাসীদের চিকিৎসা সেবা দিয়েছে আব্দুল আলী ও হালিবন নেছা ফাউন্ডেশন। মঙ্গলবার সকাল সাড়ে ৯ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত গ্রামের প্রায় ৫ হাজার মানুষকে বিনা মূল্যে চিকিৎসা সেবা দেয় ২৫ জন বিশেষজ্ঞ চিকিৎসক। এ সময় তাদের বিনামূল্যে ওষুধ প্রদান ও ১ হাজার মানুষকে ব্লাড গ্রুপিংয়ের সুবিধা দেওয়া হয়।

ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন মুকসুদপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা এস. এম ইমাম রাজী টুলু। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের চেয়ারম্যান ডা. মোশাররফ হোসেন, সাধারণ সম্পাদক সেলিম শেখ ও মুকসুদপুর থানার ওসি মোঃ আবু বকর মিয়া প্রমুখ।

 

ইবরাহীম মাহমুদ আকাশ

×