ঢাকা, বাংলাদেশ   সোমবার ১২ মে ২০২৫, ২৮ বৈশাখ ১৪৩২

সর্বত্র উৎসব আমেজ

তিন দিনের সফরে কিশোরগঞ্জ আসছেন রাষ্ট্রপতি 

নিজস্ব সংবাদদাতা, কিশোরগঞ্জ

প্রকাশিত: ১৮:৩৩, ১৪ ফেব্রুয়ারি ২০২৩

তিন দিনের সফরে কিশোরগঞ্জ আসছেন রাষ্ট্রপতি 

রাষ্ট্রপতি মো.আবদুল হামিদ

রাষ্ট্রপতি মো.আবদুল হামিদ তিন দিনের সফরে কিশোরগঞ্জে আসছেন। জেলা প্রশাসক বরাবর পাঠানো সফরসূচিতে- এই তথ্য নিশ্চিত করা হয়েছে। 

বুধবার (১৫ ফেব্রুয়ারি) জেলার হাওড় অধ্যুষিত মিঠামইন-ইটনা ও অষ্টগ্রাম উপজেলায় আসছেন। 

রাষ্ট্রপতি সফরকালে তিন উপজেলার বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শন, সরকারি কর্মকর্তা, গণ্যমাণ্য ব্যক্তি ও বিভিন্ন সংগঠনের নেতাদের সঙ্গে মতবিনিময় করবেন। 

এ সফরকালে সময় রাষ্ট্রপতির কার্যালয়ের উর্ধ্বতন কর্মকর্তারা ছাড়াও জেলার বিভিন্ন পর্যায়ের সরকারী কর্মকর্তা এবং জনপ্রতিনিধিরা উপস্থিত থাকবেন। এদিকে রাষ্ট্রপতির সফরকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ প্রশাসনের পক্ষ থেকে নেয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা। 

প্রথমদিন বুধবার বেলা দুইটায় রাষ্ট্রপতি ঢাকা থেকে হেলিকপ্টারযোগে জেলার মিঠামইন উপজেলার উদ্দেশ্যে রওনা হবেন। বিকেল পৌনে তিনটায় মিঠামইনে হেলিপ্যাডে পৌঁছানোর পর রাষ্ট্রপতিকে স্থানীয় ডাকবাংলোয় গার্ড অব অনার প্রদান করা হবে। 

সন্ধ্যা ৭টায় মিঠামইন উপজেলা সদরে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ অডিটোরিয়ামে স্থানীয় বিভিন্ন পেশাজীবী সংগঠনের সদস্য, গণ্যমান্য ব্যক্তি ও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করবেন। ওইদিন মতবিনিময় শেষে তিনি রাতে নিজ বাড়ি মিঠামইনের কামালপুরে রাত্রিযাপন করবেন।

দ্বিতীয় দিন বৃহস্পতিবার বিকাল সাড়ে তিনটায় রাষ্ট্রপতি মিঠামইন থেকে ইটনা উপজেলার উদ্দেশ্যে রওনা করবেন। বিকেল ৪টায় ইটনা উপজেলা সদরে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ অডিটোরিয়ামে স্থানীয় বিভিন্ন পেশাজীবী সংগঠনের সদস্য, গণ্যমান্য ব্যক্তি ও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করবেন। 

মতবিনিময় শেষে সন্ধ্যা সাড়ে ছয়টায় ইটনা থেকে অষ্টগ্রামের উদ্দেশ্যে রওনা করবেন। সন্ধ্যা ৭টায় অষ্টগ্রাম উপজেলা সদরে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ অডিটোরিয়ামে স্থানীয় বিভিন্ন পেশাজীবী সংগঠনের সদস্য, গণ্যমান্য ব্যক্তি ও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করবেন তিনি। মতবিনিময় শেষে নিজবাড়ি মিঠামইনের কামালপুরে যাবেন এবং সেখানে রাত্রিযাপন করবেন।

তৃতীয়দিন শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) বেলা ১২টায় রাষ্ট্রপতি মিঠামইনে নির্মাণাধীন ক্যান্টনমেন্ট পরিদর্শন করবেন। এরপর বিকাল পৌনে তিনটায় মিঠামইনে নিজ বাসভবনে গার্ড অব অনার গ্রহণ করবেন তিনি। বিকাল সোয়া তিনটার দিকে মিঠামইন হেলিপ্যাড থেকে হেলিকপ্টারযোগে ঢাকায় ফিরে যাওয়ার কথা রয়েছে তার। 

জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ রাষ্ট্রপতির সফরের বিষয়টি নিশ্চিত করে জানান, তার সফরকে কেন্দ্র করে সবধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।
 

 

এসআর

সম্পর্কিত বিষয়:

×