ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ফতুল্লায় ঝুটের গোডাউনে অগ্নিকান্ড

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ 

প্রকাশিত: ২১:৩৯, ৯ ফেব্রুয়ারি ২০২৩

ফতুল্লায় ঝুটের গোডাউনে অগ্নিকান্ড

ঝুটের গোডাউনে অগ্নিকান্ড

নারায়ণগঞ্জের ফতুল্লার ভুইঘরে হাসিব এন্টারপ্রাইজ নামের ঝুট, কার্টুন, পলি ও কাগজের গোডাউনে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। 

বৃহস্পতিবার বেলা ২টায় অগ্নিকান্ডের এ ঘটনাটি ঘটে। আদমজী ইপিজেড ফায়ার সার্ভিসের ২টি ইউনিটের কর্মীরা বিকেল সাড়ে ৪টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। আগুনে গোডাউনের টিনশেডসহ গার্মেন্টেসের এক্সেসরিজ মালামাল (টুকরো কাপড়, কাটুন, পলি ও কাগজ) পুড়ে গেছে। এ সময় ৫টি বসতঘরও পুড়ে যায়। হাসিব এন্টারপ্রাইজের মালিক পক্ষ আগুনে তাদের ৪০ লাখ ক্ষতি দাবি করেছে।

ফায়ার সার্ভিস ও গোডাউনের লোকজন জানায়, আকস্মিকভাবে ঝুট, কাটুন ও কাগজের গোডাউনে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যে আগুনে পুরো গোডাউনে ছড়িয়ে পড়ে। আগুনের খবর পেয়ে আদমজী ইপিজেড ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আড়াই ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। 

আগুনে গোডাউনের টিনশেডসহ গার্মেন্টেসের টুকরো কাপড়, কাটুন ও কাগজ পুড়ে গেছে। হাসিব এন্টারপ্রাইজের মালিক আহমেদ আল হাসিব বলেন, আগুনে টিনশেডসহ প্রায় ৪০-৪৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। 

আদমজী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার রুহুল আমি মোল্লা জানান, আগুনের খবর পেয়ে আমাদের দুটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আড়াই ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়। আগুনে গার্মেন্টেসের এক্সেসরিজ মালামাল পুড়ে গেছে। এ সময় পাশের ৫টি বসতঘরও পুড়ে গেছে। 

আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে বলা যাবে। আগুনের ঘটনায় কেউ হতাহত হয়নি। 
                                     

এমএস

সম্পর্কিত বিষয়:

×