ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ৩০ মার্চ ২০২৩, ১৬ চৈত্র ১৪২৯

জিপিএ-৫ পেলেন চটপটি বিক্রি করা তাহিবুল

প্রকাশিত: ১৪:১৬, ৯ ফেব্রুয়ারি ২০২৩

জিপিএ-৫ পেলেন চটপটি বিক্রি করা তাহিবুল

তাহিবুল ইসলাম

চটপটি বিক্রির পাশাপাশি পড়াশোনা করে এবারের এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেলেন দিনাজপুরের তাহিবুল ইসলাম। বিরামপুরের চাঁদপুর ফাযিল মাদ্রাসার শিক্ষার্থী তিনি।

জেলার বিরামপুরের পূর্বপাড়া এলাকার বাদল হোসেনের ছেলে তাহিবুল। মেইন রোড সংলগ্ন হানিফ বাস কাউন্টারের সামনে গেলেই চোখে পড়বে ভ্যানগাড়িতে চটপটি বিক্রি করছেন তাহিবুল। ইচ্ছা আর অদম্য মনোবলের কারণে দরিদ্রতাকে জয় করে চাটপটি বিক্রির টাকায় লেখাপড়া চালিয়ে গেছেন তিনি। 

জিপিএ-৫ পেয়ে উচ্ছ্বসিত তাহিবুল বলেন, ‘দুপুর থেকে শুরু করে রাত পর্যন্ত চটপটি বিক্রি করি। পরে রাতে পড়াশোনা করেছি। আমার স্বপ্ন উচ্চশিক্ষা নিয়ে ভালো চাকরি করা। শিক্ষকদের আন্তরিকতায় সবকিছু সম্ভব হয়েছে।’

এই শিক্ষার্থীর বাবা বাদল বলেন, ‘তাহিবুল জিপিএ-৫ পাওয়ায় আমি খুব খুশি। সে কষ্ট করে লেখাপড়া করেছে। সে অনেক বড় হোক এটাই চাওয়া।’

এ দিকে, তাহিবুলের বড় ভাই স্নাতক পাস করেছেন এবং তার বড় বোন বিরামপুর সরকারি কলেজে ও ছোট বোন নর্থ বেঙ্গল কেজি স্কুলে অধ্যায়নরত।

এমএইচ

শীর্ষ সংবাদ:

জেসমিনের মৃত্যু, মেজরসহ র‍্যাবের ১১ সদস্য ক্লোজড
গ্যাস-বিদ্যুৎ বিল না দিলে সরকারি-বেসরকারি সংযোগ বিচ্ছিন্ন
বৈধ হচ্ছে ব্যাটারিচালিত অটোরিকশা
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধ না হলে কমবে না বিদ্যুতের দাম
ঈদে ফেরিতে ছয় দিন ট্রাক পারাপার বন্ধ
দেশে এখন কেউ না খেয়ে দিন কাটায় না: ওবায়দুল কাদের
স্বল্প আয়ের মানুষদের কাছে কম দামে মাছ মাংস বিক্রি
রমজান ও ঈদে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে কর্মকর্তাদের নির্দেশ আইজিপির
সাংবাদিকতা নয়, মিথ্যা তথ্যের বিরুদ্ধে মামলা হয়েছে: আইনমন্ত্রী
৫ এপ্রিল থেকে মেট্রোরেলের নতুন সময়সূচি
বৈকালিক চেম্বারের কার্যক্রম উদ্বোধন, হাসপাতালের তালিকা প্রকাশ
ভিকারুননিসার ২ শিক্ষিকার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
জাহাঙ্গীরের মেয়র পদে ফেরার রায় পেছাল আদালত
সিরিয়ায় ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলা