ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

জিপিএ-৫ পেলেন চটপটি বিক্রি করা তাহিবুল

প্রকাশিত: ১৪:১৬, ৯ ফেব্রুয়ারি ২০২৩

জিপিএ-৫ পেলেন চটপটি বিক্রি করা তাহিবুল

তাহিবুল ইসলাম

চটপটি বিক্রির পাশাপাশি পড়াশোনা করে এবারের এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেলেন দিনাজপুরের তাহিবুল ইসলাম। বিরামপুরের চাঁদপুর ফাযিল মাদ্রাসার শিক্ষার্থী তিনি।

জেলার বিরামপুরের পূর্বপাড়া এলাকার বাদল হোসেনের ছেলে তাহিবুল। মেইন রোড সংলগ্ন হানিফ বাস কাউন্টারের সামনে গেলেই চোখে পড়বে ভ্যানগাড়িতে চটপটি বিক্রি করছেন তাহিবুল। ইচ্ছা আর অদম্য মনোবলের কারণে দরিদ্রতাকে জয় করে চাটপটি বিক্রির টাকায় লেখাপড়া চালিয়ে গেছেন তিনি। 

জিপিএ-৫ পেয়ে উচ্ছ্বসিত তাহিবুল বলেন, ‘দুপুর থেকে শুরু করে রাত পর্যন্ত চটপটি বিক্রি করি। পরে রাতে পড়াশোনা করেছি। আমার স্বপ্ন উচ্চশিক্ষা নিয়ে ভালো চাকরি করা। শিক্ষকদের আন্তরিকতায় সবকিছু সম্ভব হয়েছে।’

এই শিক্ষার্থীর বাবা বাদল বলেন, ‘তাহিবুল জিপিএ-৫ পাওয়ায় আমি খুব খুশি। সে কষ্ট করে লেখাপড়া করেছে। সে অনেক বড় হোক এটাই চাওয়া।’

এ দিকে, তাহিবুলের বড় ভাই স্নাতক পাস করেছেন এবং তার বড় বোন বিরামপুর সরকারি কলেজে ও ছোট বোন নর্থ বেঙ্গল কেজি স্কুলে অধ্যায়নরত।

এমএইচ

×