ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৪ মার্চ ২০২৩, ৯ চৈত্র ১৪২৯

monarchmart
monarchmart

মির্জাপুর ক্যাডেট কলেজে শতভাগ জিপিএ-৫

নিজস্ব সংবাদদাতা, মির্জাপুর, টাঙ্গাইল

প্রকাশিত: ০০:৪৪, ৯ ফেব্রুয়ারি ২০২৩

মির্জাপুর ক্যাডেট কলেজে শতভাগ জিপিএ-৫

শিক্ষকদের সঙ্গে মির্জাপুর ক্যাডেট কলেজের শিক্ষার্থীরা

সাফল্যের ধারাবাহিকতা অব্যাহত রেখে মির্জাপুর ক্যাডেট কলেজ এবারও এইচএসসি পরীক্ষায় শতভাগ জিপিএ-৫ পেয়েছে। কলেজটির বিজ্ঞান বিভাগ থেকে ৫২ শিক্ষার্থী অংশ নিয়ে সকলেই জিপিএ-৫ পায়।
জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীরা হলেন রহমান, আশিক, আনজুম, কারিব, ওমর, জিসান, ফয়সাল, ফারদিন, জাফর, জাবির, অয়ন, সামিউল, আসাদুল্লাহ, নাফিস, আবিদ, সামি, রুশদি, ওয়াশিক রেসন, মহিবুল্লাহ, সিয়াম, কায়েস, মুবাশ্বির, রিহাদ, আবির, সোশময়, রোহান, রোবায়েদ, জাহিন, আশরাফ, ছানোয়ার, দিদার, রহমান, আমিন, আফনান, ইফতেখার, রাহাত, আবরার, হাসিব, নাহিদ, ইমন, অর্জন, মাহাফুজ, তাসিন, মুতাসিম, নাফিজ, তানবির, মোশারথ, হাসান, ওয়ালি, সাদমান ও মনি।

monarchmart
monarchmart

শীর্ষ সংবাদ: