
ম্যাপে নরসিংদী
বেলাবতে আড়িয়াল খাঁ নদে গোসলে নেমে নিখোঁজ শিশু ইয়াছিনের মরদেহ দীর্ঘ ৩৬ ঘন্টা পর ভেসে উঠলো।
সোমবার সকাল ৬টায় মরদেহটি ভেসে উঠলে উদ্ধার করে ফায়ার সার্ভিসের সদস্যরা। এর আগে শনিবার দুপুরে বেলাব বাজারের আড়িয়াল খাঁ নদে বন্ধুদের সঙ্গে গোসল করতে নেমে ডুবে যায় ইয়াছিন।
মৃত শিশু ইয়াছিন কিশোরগঞ্জ জেলার বত্রিশ গ্রামের রাসেল মিয়ার ছেলে। তিনি বেলাব উপজেলার মাটিয়ালপাড়া গ্রামে তার নানা রইছ উদ্দিনের বাড়িতে থাকতেন।
বেলাব ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ইয়াছিন ইকবাল বলেন, নদে গভীরতা বেশি ও তীব্র গ্রোতের কারণে উদ্ধার কাজে বেগ পেতে হয়েছে। আমরা ডুবুরি দলের পাশাপাশি নৌকা দিয়েও সন্ধান চালিয়েছি। কিন্তু কোনোভাবেই সন্ধান পাওয়া যায়নি। দুইদিন পর মরদেহ ভেসে উঠার সম্ভাবনা থাকে এজন্য রাতে অভিযান সমাপ্ত করা হয়। পরে সকালে খবর পেয়ে হাটুঁসমান পানি থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। আমরা স্থানীয় জনপ্রতিনিধির মাধ্যমে মরদেহ হস্তান্তর করেছি।
টিএস