ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

চিত্রশিল্পী শাহাবুদ্দিন ও কবির বিন আনোয়ার সংবর্ধিত

স্টাফ রিপোর্টার, রাজশাহী

প্রকাশিত: ০০:৫২, ৪ ফেব্রুয়ারি ২০২৩

চিত্রশিল্পী শাহাবুদ্দিন ও কবির বিন আনোয়ার সংবর্ধিত

দুই গুণী শিল্পীর হাতে সম্মাননা তুলে দিচ্ছেন রাসিক মেয়র

আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চিত্রশিল্পী বীর মুক্তিযোদ্ধা শাহাবুদ্দিন আহমেদ ও বাংলাদেশ আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান, সাবেক সচিব কবির বিন আনোয়ারকে রাজশাহী সিটি করপোরেশনের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। শুক্রবার বিকেলে নগর ভবনের গ্রিন প্লাজায় আয়োজিত অনুষ্ঠানে উত্তরীয় ও ক্রেস্ট প্রদানের মাধ্যমে গুণীজনদের সংবর্ধিত করেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।  সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।

সভাপতির বক্তব্যে রাসিক মেয়র বলেন, গুণীজনেরা নিজ নিজ ক্ষেত্রে দেশ ও জাতির জন্য গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তাদের সংবর্ধনা দিতে পেরে আমরা আনন্দিত। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন, রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. এবিএম শরীফ উদ্দিন। এ সময় ধন্যবাদ জ্ঞাপন করেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি শাহীন আকতার রেণী। এর আগে সকালে নগরীর সিঅ্যান্ডবি মোড়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে এবং কাদিরগঞ্জে জাতীয় চার নেতার অন্যতম শহীদ এএইচএম কামারুজ্জামান ও মরহুমা জাহানারা জামানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন চিত্রশিল্পী বীর মুক্তিযোদ্ধা শাহাবুদ্দিন আহমেদ ও সাবেক মন্ত্রিপরিষদ সচিব কবির বিন আনোয়ার। এ সময় রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন, সমাজসেবী শাহীন আকতার রেণী, তৌফিকা আনোয়ারসহ নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

×