
সভাপতি লিটন সম্পাদক লিমন
সিরাজগঞ্জ জেলা আইনজীবী সমিতির দুই বছর মেয়াদি (২০২৩-২০২৪) কার্যনির্বাহী পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্যানেল থেকে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১১ পদে বিজয় লাভ করেছে। অপরদিকে ৬টি পদে জয়লাভ করেছে বিএনপিপন্থি আইনজীবী পরিষদ। সভাপতি পদে কায়সার আহমেদ (লিটন) ও সাধারণ সম্পাদক পদে আনোয়ার পারভেজ (লিমন) বিজয়ী হয়েছেন। বুধবার সকালে নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি গোলাম মোহাম্মদ এ তথ্য জানান।