ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

লাইভে এসে ৪ জনকে চাকুরিচ্যুত করলেন মেয়র

প্রকাশিত: ১৩:৪২, ৩১ জানুয়ারি ২০২৩

লাইভে এসে ৪ জনকে চাকুরিচ্যুত করলেন মেয়র

সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ।

দায়িত্ব অবহেলা, সুবিধা পাইয়ে দেয়ার নামে উৎকোচ আদায়সহ গুরুতর বেশ কয়েকটি অভিযোগ প্রমাণিত হওয়ায় বরিশাল সিটি কর্পোরেশনের (বিসিসি)’র দুই প্রকৌশলীসহ ৪ জনকে চাকরিচ্যুত করা হয়েছে। 

সোমবার (৩০ জানুয়ারি) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল সিটি করপোরেশনের প্রশাসনিক কর্মকর্তা স্বপন কুমার দাস। 

এর আগে বিসিসি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ এই সংক্রান্ত একটি লাইভ ভিডিও করে অভিযুক্তদের জেরা করে এবং লাইভেই তাদেরকে চাকরি থেকে বিতাড়িত করার ঘোষণা দেন। 

চাকুরিচ্যুতরা ব্যক্তিরা হলেন, বরিশাল সিটি করপোরেশনের উপ-সহকারী প্রকৌশলী আরিফুল ইসলাম, সহকারী প্রকৌশলী (চুক্তিভিত্তিক) বাকি উল্লাহ, কার্য সহকারী (অস্থায়ী) শাহ জালাল ও স্টিমেটর (চুক্তিভিত্তিক) শাওন আকন। 

বরিশাল নগরীর ধান গবেষণা রোডের নির্মাণ কাজ চলছে। সেখানে কাজের মান খারাপ হলেও তা সঠিকভাবে দেখভাল করেননি দায়িত্বরতরা এবং বিষয়টি কর্তৃপক্ষকেও জানায়নি। এ কারণে দায়িত্ব অবহেলায় তাদের চাকরিচ্যুত করা হয়েছে। 

এমএম

×