ঢাকা, বাংলাদেশ   রোববার ২৬ মার্চ ২০২৩, ১২ চৈত্র ১৪২৯

monarchmart
monarchmart

মন্দিরের চুরি হওয়া স্বর্ণালংকার কবরস্থান থেকে উদ্ধার

নিজস্ব সংবাদদাতা,পটিয়া

প্রকাশিত: ১৮:০০, ২৭ জানুয়ারি ২০২৩; আপডেট: ১৮:০৭, ২৭ জানুয়ারি ২০২৩

মন্দিরের চুরি হওয়া স্বর্ণালংকার কবরস্থান থেকে উদ্ধার

উদ্ধার হওয়া স্বর্ণালংকার

চট্টগ্রামের পটিয়া উপজেলার ধলঘাট ইউনিয়নের প্রাচীণ একটি মন্দির থেকে চুরি হওয়া স্বর্ণালংকার ও রূপা স্থানীয় একটি কবরস্থান থেকে পরিত্যক্ত অবস্থায় পুলিশ উদ্ধার করেছে। 

শুক্রবার (২৭ জানুয়ারি) দুপুরের পর ধলঘাট ইউনিয়নের ৬নং ওয়ার্ডের নন্দেরখীল গ্রামের কবরস্থানের একটি অংশে রহস্যজনকভাবে পড়ে থাকা অবস্থায় স্বর্ণালংকারগুলো উদ্ধার করা হয়। 

স্থানীয় এক ব্যক্তি কবরস্থানে জেয়ারত করতে গিয়ে স্বর্ণালংকার দেখে ছবি তুলে পরবর্তীতে পুলিশকে খবর দেয়। তবে এসব স্বর্ণ কারা ফেলে গেছে তা পুলিশ কিংবা স্থানীয়রা কেউ নিশ্চিত করে জানাতে পারেনি। 

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে, হিন্দু সম্প্রদায়ের ৭০০ বছরের ঐতিহ্য সমৃদ্ধ উপজেলার ধলঘাট ইউনিয়নের বুড়াকালী মন্দির। গত ১৩ জানুয়ারি গভীর রাতে ধলঘাট বুড়া কালী মন্দিরের তালা ও গ্রীল কেটে ৩৭ ভরি স্বর্ণ ও অনুমান ২০ হাজার টাকা চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় মন্দিরের পুরোহিত সাগর চক্রবর্ত্তী বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। শুক্রবার উদ্ধারকৃত স্বর্ণালংকার যাচাই বাছাই করা হয়। এর মধ্যে ৪ ভরি ৫ আনা ওজনের একটি স্বর্ণের তাজ, ১৭ ভরি ওজনের বেশকিছু রূপা মিললেও বাকীগুলো ইমেটেশন বলে দাবি করা হয়। 

ধলঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রনবীর ঘোষ টুটুন জানিয়েছেন, মন্দির থেকে চুরি হওয়া কিছু স্বর্ণ একটি কবরস্থান থেকে উদ্ধার করা হয়েছে। 

পটিয়া থানার এসআই সনজয় ঘোষ জানিয়েছেন, কবরস্থান থেকে উদ্ধারকৃত স্বর্ণ ও রূপা উদ্ধার করা হয়েছে। সূত্র বের করার চেষ্টা চলছে। 

এমএইচ

monarchmart
monarchmart

শীর্ষ সংবাদ:

দেশে কোনো পণ্য সংকটের শঙ্কা নেই: বাণিজ্যমন্ত্রী
জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
পাকিস্তানের ভাবধারায় উজ্জীবিত বিএনপি:ওবায়দুল কাদের
পলাতক খুনিদের ফিরিয়ে আনার চেষ্টা চলছে :স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল
মুক্তিযোদ্ধার ছদ্মাবরণে পাকিস্তানিদের দোসর ছিলো জিয়া :ড. হাছান মাহমুদ
স্বাধীনতা দিবসে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী
চোখে মুখে একটাই স্বপ্নছিল দেশটাকে স্বাধীন করা : শিক্ষামন্ত্রী
গুগল ডুডলে স্বাধীনতা দিবস
দেশে এখন স্বাধীনতা-গণতন্ত্র নেই :মির্জা ফখরুল ইসলাম আলমগীর
স্বাধীনতা যুদ্ধে যারা বিরোধিতা করেছে তারাই এখন ক্ষমতায় যেতে মরিয়া :জাহিদ মালেক
গুলিস্তান বিস্ফোরণে ১৯ দিন পর আরও একজনের মৃত্যু
যুক্তরাষ্ট্রে শক্তিশালী টর্নেডোর আঘাতে নিহত বেড়ে ২৬
বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা
রমজান মাসে একবারের বেশি ওমরাহ করা যাবে না
তিউনিসিয়া উপকূলে নৌকাডুবে নিহত ১৯
পশ্চিমা মিত্ররা আরও অস্ত্র না পাঠালে রাশিয়ায় পাল্টা হামলা করা যাবে না :প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি