ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৫ ডিসেম্বর ২০২৪, ২১ অগ্রাহায়ণ ১৪৩১

ফতুল্লায় রাস্তা থেকে তুলে নিয়ে গৃহবধূকে ধর্ষণ

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ 

প্রকাশিত: ১৭:২৪, ১০ জানুয়ারি ২০২৩

ফতুল্লায় রাস্তা থেকে তুলে নিয়ে গৃহবধূকে ধর্ষণ

গৃহবধূ ধর্ষণ 

নারায়ণগঞ্জের ফতুল্লার বক্তাবলীর হাজীপাড়া এলাকার রাস্তা থেকে তুলে একটি ইটভাটায় নিয়ে এক গৃহবধুকে (২২) ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার (১০ জানুয়ারি) দুপুরে এ ঘটনায় ভুক্তভোগী গৃহবধূ বাদী হয়ে পাঁচ জনকে আসামি করে ফতুল্লা মডেল থানায় মামলা করেছেন। 

ফতুল্লা মডেল থানার ওসি রিজাউল হক মামলা দায়ের বিষয়টি নিশ্চিত করেছেন। ঘটনার পর থেকে মামলায় অভিযুক্তরা পলাতক রয়েছে।

মামলা সূত্রে জানা যায়, ঘটনার শিকার গৃহবধূ গতকাল সোমবার রাতে ভাড়া বাসায় যাওয়ার সময় বক্তাবলী হাজীপাড়ার একটি ইটভাটার সামনে আসলে কবির হোসেনসহ অন্যান্য আসামিরা তাকে মুখ চেপে ধরে ইটভাটার একটি পরিত্যক্ত স্থানে নিয়ে যায়। এ সময় কবির হোসেন তাকে জোরপূর্বক ধর্ষণ করে। আর মামলার অপর আসামিরা ঘটনাস্থলের পাশে দাঁড়িয়ে পাহারায় নিয়োজিত ছিলেন। 

ফতুল্লা মডেল থানার ওসি রিজাউল হক বলেন, ভিকটিম মামলার অভিযোগে উল্লেখ করেছেন একজন ধর্ষণের ঘটনাটি ঘটিয়েছে। অন্য চারজন দাঁড়িয়ে থেকে তাকে সহায়তা করেছেন। এ ঘটনায় মামলা নেওয়া হয়েছে। ঘটনাটির সত্যতা নিয়ে প্রশ্ন উঠলেও আমরা বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইগত ব্যবস্থা নিচ্ছি। 

 

এসএইচ

সম্পর্কিত বিষয়:

×