ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

মেহেরপুরে পতাকার আদলে বাংলাদেশ বাড়ি

নিজস্ব সংবাদদাতা, মেহেরপুর

প্রকাশিত: ২০:১৯, ১৫ ডিসেম্বর ২০২২

মেহেরপুরে পতাকার আদলে বাংলাদেশ বাড়ি

বাংলাদেশ বাড়ি। ছবি: জনকণ্ঠ

দীর্ঘ যুদ্ধের পর দেশ স্বাধীন হয়েছে। বাংলাদেশ পেয়েছে লাল সবুজের পতাকা। বিজয়ের মাসে এবার লাল সবুজের পতাকার আদলে নিজের বাড়ির রং করে এলাকায় সাড়া ফেলেছেন মেহেরপুরের হাফিজুর রহমান। 

তার বাড়িটি এলাকায় এখন বাংলাদেশ বাড়ি নামে পরিচিতি পেয়েছে। শহর থেকে শুরু করে পাড়া মহল্লায় চলছে এই বাড়ি নিয়ে আলোচনা। অনেকেই সাধুবাদ জানিয়েছেন হাফিজুর রহমানকে। 

লাল সবুজের বাড়ি। বাড়ির ছাদের উপরে উড়ছে বাংলাদেশের পতাকা। এমন বাড়ি দেখতে পাওয়া যায় খুব কম।  বাড়ির নাম দিয়েছেন ‘বাংলাদেশ বাড়ি’। প্রতিদিনই তার বাংলাদেশ বাড়ি দেখতে আশপাশের এলাকার মানুষ ভিড় জমাচ্ছেন। 

এর আগে আর্জেন্টিনার পতাকার আদলে বাড়ির রং করে আলোচনায় আসেন হাফিজুর রহমান।

মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা লাল সবুজ পোশাক পরে দল বেধে যাচ্ছে বাংলাদেশ বাড়ি দেখার জন্য। এর আগে এমন বাড়ি দেখেনি তারা। এমন রঙে বাড়িটি দেখতে পাওয়ায় খুশি কামিনি, সামিয়া, আসিফ, মীম, জিহাদসহ আরো অনেক শিক্ষার্থীরা। বাড়িটি ঘুরে ঘুরে দেখে অনেক আনন্দিত তারা। 

পিরোজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজবিন আরা বলেন, বাংলাদেশের পতাকার আদলে বাড়ি এর আগে কখনো দেখা যায় নি। তাই বিজয়ের মাসে শিক্ষার্থীদের নিয়ে ঘুরে ঘুরে দেখছি বাড়িটি। অনেকেই দূর দূরান্ত থেকে আসছেন বাড়িটি এক পলক দেখার জন্য। নিজের দেশের পতাকার আদলে বাড়িটি দেখে উপভোগ করছেন। দেশের প্রতি গভীর ভালোবাসার বহি:প্রকাশ বলছেন শিক্ষকেরা।

বর্তমানে বাংলাদেশে ফুটবলের উন্মাদনা চলছে। এই সময় অনেকেই বিভিন্ন দেশের পতাকার আদলে বাড়ির রং করছেন আবার অনেকেই রাস্তা ঘাটে র্দীর্ঘ পতাকা টাঙাচ্ছেন। আমার নিজের দেশকে বিশে্বর কাছে তুলে ধরতে আমি নিজের বাড়ি বাংলাদেশের পতাকার আদলে রং করেছি। 

এছাড়া প্রতিটি জেলায় ফুটবলকে ছড়িয়ে দিতে পারলে, ভালো খেলোয়াড় তৈরি করতে পারলে একদিন বাংলাদেশও বিশ্বকাপ খেলবে এমন আশাবাদ জানান তিনি।

এসআর

×

শীর্ষ সংবাদ:

যেই সরকার জনগণের ভোটে নির্বাচিত হবে তারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে: আমীর খসরু
জামায়াত নেতারা রাজাকার হলে পাকিস্তানে গাড়ি বাড়ি থাকতো : শামীম সাঈদী
এনসিপির সঙ্গে আমার ব্যক্তিগত সম্পৃক্ততা নেই- উমামা ফাতেমা
‘বাংলাদেশি’ সন্দেহে আটকদের অধিকাংশই ভারতীয় মুসলমান
ইয়েমেনে হামলা চালিয়েই সাগরে ডুবে গেল মার্কিন সর্বাধুনিক যুদ্ধবিমান
জামিন পেলেননা তারেক রহমানের খালাতো ভাই তুহিন
লন্ডনে আজ আর্সেনাল পিএসজি মহারণ
১৭ অভিনয়শিল্পীর নামে মামলা, তালিকায় আছেন নুসরাত ফারিয়া-অপু বিশ্বাস-ভাবনাসহ অনেকেই
১০০ টাকা মূল্যমানের প্রাইজবন্ডের ১১৯তম ড্র অনুষ্ঠিত হবে আগামীকাল
স্বর্ণের দাম, রেকর্ড উচ্চতা থেকে পতনের পথে
কুমিল্লায় পুলিশ-সেনাবাহিনীর চাকরির নামে প্রতারণা: দালালসহ ১৩ জন গ্রেফতার
১২ বছর বয়সী ছেলে শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে ৩ মাদ্রাসা শিক্ষক গ্রেফতার