ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

নবগঙ্গা নদী শতশত মানুষ হত্যার নিরব সাক্ষী

নিজস্ব সংবাদদাতা, মাগুরা

প্রকাশিত: ২১:৪৬, ১৩ ডিসেম্বর ২০২২

নবগঙ্গা নদী শতশত মানুষ হত্যার নিরব সাক্ষী

নবগঙ্গা নদী 

মাগুরার নবগঙ্গা নদী ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের সময় পাকবাহিনীর শতশত মানুষ হত্যার নিরব সাক্ষী হয়ে বয়ে চলেছে। অথচ বদ্ধভুমিতে নেই কোন নামফলক। বর্তমান প্রজন্মের অনেকেই জানেন না এখানে পাকবাহিনী মানুষ হত্যা করেছেল। অথচ এগুলি রক্ষায় কর্তৃপক্ষের কোন উদ্যোগ নেই। 

জানা গেছে , ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের সময় পাকবাহিনী ও তাদের দোসর রাজাকারা, আলবদর, আল সামসরা মাগুরা শহরে পিটিআই, সরকারী কলেজ, আনসার ক্যাম্প প্রভৃতি স্থানে ক্যাম্প করেছিল।

জেলার বিভিন্ন এলাকা থেকে শত শত মানুষকে ধরে এনে নির্মমভাবে হত্যা করে ঢাকা রোড ব্যারেজ ও পারনান্দুয়ালী ক্যানেলে শত শত মানুষকে নদীতে ভাসিয়ে দিত। 

এই বদ্ধভূমিগুলি সংরক্ষণের অভাবে ধ্বংস হতে চলেছে।নতুন প্রজম্মের অনেকেই জানেন না এটা বদ্ধভূমি। নেই কোন ফলক। বোঝার কোন উপায় নেই।  
মাগুরাবাসীর দাবি গণকবরটি সংরক্ষনের যথাযথ ব্যবস্থা গ্রহন করা হোক।
 

 

এসআর

সম্পর্কিত বিষয়:

×