ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মাগুরায় ডায়রিয়ার প্রকোপ ॥ আক্রান্ত চার শতাধিক

নিজস্ব সংবাদদাতা, মাগুরা

প্রকাশিত: ২২:১৬, ১৯ নভেম্বর ২০২২

মাগুরায় ডায়রিয়ার প্রকোপ ॥ আক্রান্ত চার শতাধিক

২৫০ শয্যা হাসপাতালে শিশু রোগীদের ভিড়

শীত আগমনের সঙ্গে সঙ্গে শিশুদের মধ্যে ঠাণ্ডাজনিত ডায়রিয়া রোগের প্রকোপ বৃদ্ধি পেয়েছে। গত এক সপ্তাহে ৪ শতাধিক শিশু ঠাণ্ডাজনিত রোগে আক্রান্ত হয়েছে। এদের মধ্যে শনিবার পর্যন্ত মাগুরা ২৫০ শয্যা হাসপাতালের ১০ বেডের শিশু ওয়ার্ডে ভর্তি রয়েছে ১১৬ শিশু। এছাড়া অনেকে চিকিৎসকের প্রাইভেট চেম্বারে চিকিৎসা নিচ্ছেন। জানা  গেছে, গত এক সপ্তাহে ৪ শতাধিক শিশু ঠা-াজনিত রোগে আক্রান্ত হয়েছে। আক্রান্ত শিশুদের বয়স ৩ মাস থেকে ৫ বছরের মধ্যে।

মাগুরা ২৫০ শয্যা হাসপাতালের ১০ বেডের শিশু ওয়ার্ডে ১১৬টি শিশু ভর্তি রয়েছে। বেডের অভাবে অনেক শিশুরোগীকে মেঝেতে থাকতে হচ্ছে। এছাড়া অনেকে ক্লিনিক ও চিকিৎসকের প্রাইভেট চেম্বারে চিকিৎসা নিচ্ছে। হাসপাতাল সূত্রে জানা যায়, শীতের আগমনে শিশুরা পাতলা পায়খানা জ্বর সর্দি ও নিউমোনিয়ায় আক্রান্ত হচ্ছে। আবহাওয়ার পরিবর্তনের কারণে শিশুদের মধ্যে ঠাণ্ডাজনিত রোগের প্রকোপ দেখা দিয়েছে।

×