ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

মরা গরুর মাংস বিক্রি করছিলেন দুই ভাই

প্রকাশিত: ১৫:২৯, ১৩ নভেম্বর ২০২২

মরা গরুর মাংস বিক্রি করছিলেন দুই ভাই

বেনাপোল বাজারে অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালত

যশোরের বেনাপোলে মরা গরুর মাংস বিক্রি করার অপরাধে দুই ভাইকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। 

রবিবার(১৩ নভেম্বর) সকালে বেনাপোল বাজারে অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও সহকারী কমিশনার (ভূমি) ফারজানা ইসলাম।
 
অভিযানে মৃত গরুর মাংস বিক্রির অপরাধে কসাই আলমকে ১০ হাজার টাকা জরিমানা ও মানিককে ১০ হাজার টাকা জরিমানাসহ এক মাসের জেল দেওয়া হয়।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক ফারজানা ইসলাম জানান, বেনাপোল বাজারের মাংস বিক্রেতা মানিক ও তার ভাই আলম দীর্ঘ দিন ধরে রুগ্ন গরুর মাংস ভেজাল দিয়ে বিক্রি করে মানুষ ঠকিয়ে আসছিলেন। লোভে পড়ে আজ একটি মৃত গরুর মাংস বিক্রি করছিল। এমন সংবাদ পেয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদের শাস্তির আওতায় আনা হয়েছে। জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে।

টিএস

×