
মাঠে মাঠে সোনালি ধানের হাসি
আবহওয়া অনুকূলে থাকায় চলতি মৌসুমে মাগুরায় রোপা আমন ধানের বাম্পার ফলন হয়েছে। ধান কাটা শুরু হয়েছে। ফলে কৃষক ব্যস্ত সময় পার করছেন। এবছর পর্যাপ্ত বৃষ্টিপাত না হওয়াতে জেলায় রোপা আমন ধানের চাষে কৃষকের বাড়তি সেচ লেগেছে। ফলে খরচ বেড়েছে। জানা যায়, এবছর জেলার ৪ উপজেলায় ৫৮ হাজার হেক্টর জমিতে রোপা আমন চাষ হয়েছে।
কৃষকরা জানান, পাকা ধান কাটা শুরু হয়েছে। ফলন ভাল ও ধানের উচ্চ মূল্যের কারণে ধান বিক্রি করে কৃষক লাভবান হবে হবে আশা করছেন।