ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৩ মে ২০২৫, ৩০ বৈশাখ ১৪৩২

মাগুরায় কবিগানের আসর

নিজস্ব সংবাদদাতা, মাগুরা

প্রকাশিত: ০০:৪৪, ১২ অক্টোবর ২০২২

মাগুরায় কবিগানের আসর

শ্রীপুরের বৈঠাখালী গ্রামে বিলুপ্তপ্রায় কবিগানের আসরে শ্রোতা

শ্রীপুরের বৈঠাখালী গ্রামে সোমবার বিকেল থেকে রাত ১২টা পর্যন্ত গ্রামবাংলার ঐতিহ্যবাহী লুপ্তপ্রায় কবি গানের আসর অনুষ্ঠিত হয়েছে। পাল্টাপাল্টি যুক্তিতর্ক ও গানেগানে দুই কবিয়ালের লড়াইয়ে মধ্যে দিয়ে এ গান অনুষ্ঠিত হয়। যা হারমনিয়াম, ঢোল, বাঁশি, বেহালাসহ বিভিন্ন বাদ্যযন্ত্রের তালে আরও মনোমুগ্ধকর হয়ে ওঠে। দূর-দূরান্ত থেকে আসা হাজার-হাজার দর্শক শ্রোতা এ গান উপভোগ করেন। কবিগান শুনতে এবং মেলায় বিভিন্ন ধর্মের মানুষ সমবেত হন।

ফলে সাম্প্রদায়িক সম্প্রীতি এক উজ্জল দৃষ্টান্ত স্থাপিত হয়। জানা গেছে, শত বছরের বেশি সময় ধরে মাগুরার শ্রীপুরের বৈঠাখালী গ্রামে এ কবি গান অনুষ্ঠিত হয়ে আসছে। এ বছর কবি গান পরিবেশন করেন বাগেরহাট জেলার রামপালের কবিয়াল শ্যামল সরকার ও একই এলাকার কবিয়াল অপূর্ব সরকার। প্রতিবছর লক্ষ্মীপূজার পরদিন এলাকার শিক্ষক সুশান্ত কুমার বিশ্বাস তার বাড়ির খোলা জায়গায় গ্রামবাসীদের সহযোগিতায় এ কবি গানের আয়োজন করে থাকেন। এ গান উপলক্ষে এলাকায় বসে গ্রামীণ মেলা। মেলায় নানা ধরনের পণ্য উঠেছিল বিক্রির জন্য। হাজার হাজার মানুষের পদচারণায় কবিগান অনুষ্ঠানটি মুখোরিত হয়ে উঠে।

×