
রোহিঙ্গা আটক
উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পৃথক অভিযানে ৬ হাজার ইয়াবা ও ১টি অবৈধ অস্ত্র সহ ২ রোহিঙ্গাকে আটক করেছে ৮ এপিবিএনের সদস্যরা। শনিবার ভোর রাতে এ অভিযান পরিচালনা করা হয়েছে। আটক রশিদ আহাম্মেদ ১১নং রোহিঙ্গা ক্যাম্পে আশ্রিত আব্দুল গণির পুত্র ও একই ক্যাম্পের রসিদ আহম্মদ মৃত আমির হোসেনের পুত্র।
আর্মড পুলিশ ১টি দেশীয় তৈরি অস্ত্র পাইপগান ও ও ২ হাজার পিস ইয়াবা সহ ১ জনকে আটক করতে সক্ষম, হয়েছে। ক্যাম্প-৮ ইস্ট এর বি/৩৯ ব্লকে 'ব্রাক লার্নিং সেন্টার' সংলগ্ন রাস্তার উপর বিশেষ অভিযান পরিচালনা করে এপিবিএন।
ক্যাম্প-১৯ এর ডি/৩ ব্লকের আবু বক্কর মসজিদের দক্ষিণ পাশে পাকা রাস্তার উপর থেকে ৪ হাজার পিস ইয়াবা সহ ১ রোহিঙ্গাকে আটক করা হয়েছে।
এমএস