ঢাকা, বাংলাদেশ   বুধবার ০২ জুলাই ২০২৫, ১৮ আষাঢ় ১৪৩২

ধামরাইয়ে পুকুরে বিষ প্রয়োগে মাছ নিধন 

সংবাদদাতা, ধামরাই, ঢাকা

প্রকাশিত: ১৯:১৩, ১৮ আগস্ট ২০২২

ধামরাইয়ে পুকুরে বিষ প্রয়োগে মাছ নিধন 

পুকুরে ভাসছে মরা মাছ

ঢাকার ধামরাইয়ে পৌর শহরের ছোট চন্দ্রাইল এলাকায় পূর্ব শক্রতার জেরে পুকুরে বিষ প্রয়োগ করে মাছ মেরে ফেলেছে দূর্বৃত্তরা। এ ঘটনায় ধামরাই থানায় ৫ জনের নামে অভিযোগ করেছেন ভুক্তভোগী মোতালেবের ছেলে শিপন মিয়া। 

অভিযোগ সূত্রে জানান যায়, বুধবার দুপুর আনুমানিক দুইটার দিকে জিয়া ও তার ছেলে কোরবানসহ ৫ জন আমার পুকুরে বিষ প্রয়োগ করে চলে যায়। বিষ প্রয়োগের সময় আমার বড় ভাই রোকন, শাকিল মোম্তফা দেখে আমাকে বিষয়টি জানালে আমি প্রতিবাদ করতে গেলে আমাকে উল্টো লাটিসোটা নিয়ে আমার উপর হামলা চালায়।

দীর্ঘদিন যাবৎ পুকুরটি লিজ নিয়ে মাছ চাষ করে আসছিলেন মোতালেব। বিষ প্রয়োগে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে মাছ চাষি মোতালেবের।

এ ব্যাপারে শিপন জানান, আমি প্রায় সাড়ে তিন লাখ টাকা খরচ করে খরচ করে বিভিন্ন প্রজাতির মাছ চাষ করেছি। গতকাল দুপুরে পূর্ব শক্রতার জেরে পূর্বপরিকল্পিতভাবে পুকুরে বিষ প্রয়োগ করে। আমি ধামরাই থানায় একটি অভিযোগ দায়ের করেছি। আমি এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।

এ ব্যাপারে ধামরাই থানার উপ পরিদর্শক এসআই বেলায়েত হোসেন জানান, আমরা একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইন গত ব্যবস্থা নেওয়া হবে।
 

এসআর

×