
সড়ক দুর্ঘটনা।
কক্সবাজারের চকরিয়ার মহেশখালী সংযোগ সড়কের দরবেশ কাটায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহী বিজয় (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত দুইজন। সোমবার (১৫) এ দুর্ঘটনা ঘটনা ঘটে।
নিহত বিজয় কিশোরগঞ্জ জেলার মিঠামইন থানার হোসেনপুর গ্রামের মো: বেলালের পুত্র। তিনি মহেশখালী উপজেলার মাতারাড়ি কয়লাবিদ্যুৎ প্রকল্পে কর্মরত ছিলেন।
গুরুতর আহত মোটরসাইকেল আরোহী অপর দুই যুবক মহেশখালী উপজেলার বাসিন্দা। পুলিশ ট্রাকটি জব্দ এবং লাশ স্বজনদের কাছে হস্তান্তর করেছে।