ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

অস্বাভাবিক জোয়ারে রাবনাবাদ পাড়ের ১৭ গ্রাম প্লাবিত  

নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া, পটুয়াখালী 

প্রকাশিত: ২০:৪২, ১০ আগস্ট ২০২২; আপডেট: ২১:১৬, ১০ আগস্ট ২০২২

অস্বাভাবিক জোয়ারে রাবনাবাদ পাড়ের ১৭ গ্রাম প্লাবিত  

রাবনাবাদ পাড়ের ১৭ গ্রাম প্লাবিত   

পূর্ণিমার প্রভাবে বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের কারণে কলাপাড়ায় পায়রা বন্দরসহ গোটা উপকূলজুড়ে বইছে অস্বাভাবিক জোয়ার।  সেই সঙ্গে মঙ্গলবার রাত থেকে বইছে দমকা ঝড়োহাওয়া। রাত-দিন বিরামহীন বৃষ্টিও হচ্ছে। 

তিন নম্বরও সতর্ক সঙ্কেত দেখানো হয়েছে। জনজীবনে দূর্ভোগ নামলেও কৃষকরা স্বস্তি প্রকাশ করেছেন। তবে বেড়িবাঁধ ভাঙ্গা থাকায় রাবনাবাদ পাড়ের তিন ইউনিয়নের অন্তত ১৭টি গ্রামে জলোচ্ছ্বাস প্রবলভাবে হানা দিয়েছে। বাড়িঘর, জনপদ, পুকুর সব ভাসছে পানিতে। 

এসব পরিবারের অধিকাংশের বুধবার দুপুরের রান্না করা হয়নি। কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর ভয়াল উত্তাল রয়েছে। সাগরে তিনটি ট্রলার ডুবির খবর পাওয়া গেছে। এতে মোট ১০ জেলে নিখোঁজ রয়েছে। এর মধ্যে এফবি আনোয়ার বোটের সেরাজ মুন্সির (৫০) নাম জানা গেছে। 

ভাসমান অবস্থায় উদ্ধার হওয়া জেলে আনোয়ার কলাপাড়া হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছে। ঝড়ো হাওয়ায় ভয়াবহ বিদ্যুত বিভ্রাট চলছে।
 

এমএস

×