ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

মীরসরাই ট্ট্যাজেডি: আরো এক জনের মৃত্যু

নিজস্ব সংবাদদাতা, ফটিকছড়ি 

প্রকাশিত: ২১:২৬, ৫ আগস্ট ২০২২

মীরসরাই ট্ট্যাজেডি: আরো এক জনের মৃত্যু

আয়াতুল ইসলাম।

চট্টগ্রামের হাটহাজারীর চিকনদন্ডী ইউনিয়নের যুগীরহাট আর এন্ড জে কোচিং সেন্টার থেকে আনন্দ ভ্রমণ শেষে ফেরার পথে দুর্ঘটনায় আহত আয়াতুল ইসলাম (১৭) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। ফলে এ ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১২ জনে।

শুক্রবার (৫ আগস্ট) চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়  তিনি মারা যান। আয়াতুল ঐ ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের সিএনজি চালক আবদুস শুক্কুরে পুত্র। আয়াত এবার স্হানীয় কে এস নজু মিয়া উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী। 

জানা যায়, গত শুক্রবার (২৯ জুলাই)  চিকনদন্ডী ইউনিয়নের যুগীরহাট শেখ মার্কেটে অবস্হিত আর এন্ড জে কোচিং সেন্টারের চার পরিচালকসহ ১৮ জন মিরসরাইয়ের পর্যটনকেন্দ্র খৈয়াছড়া ঝর্ণা দেখতে যায়। আনন্দ ভ্রমণ শেষে ফেরার পথে পর্যটকবাহী  মাইক্রোবাসের সঙ্গে ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী মহানগর প্রভাতি ট্রেনের সঙ্গে সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলে কোচিং সেন্টারের চার পরিচালক, মাইক্রোবাসের ড্রাইভার ও  ৬ শিক্ষার্থীসহ ১১ জন  ঘটনাস্থলে নিহত হন। ঘটনাস্থলে মারা যায়। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

সম্পর্কিত বিষয়:

×