ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

দ্রুত বিচার ট্রাইবুন্যালে বিচার নিষ্পত্তির দাবি

টঙ্গীবাড়িতে শিক্ষক উৎপল কুমার হত্যার বিচার চেয়ে মানববন্ধন

নিজস্ব সংবাদদাতা, টঙ্গীবাড়ি, মুন্সীগঞ্জ

প্রকাশিত: ১৬:৫৭, ৩০ জুন ২০২২; আপডেট: ১৮:২১, ৩০ জুন ২০২২

টঙ্গীবাড়িতে শিক্ষক উৎপল কুমার হত্যার বিচার চেয়ে মানববন্ধন

মানববন্ধন করছে শিক্ষক ও শিক্ষার্থীরা

সাভারের আশুলিয়ায় শিক্ষক উৎপল কুমার সরকারকে পিটিয়ে হত্যার ঘটনায় জড়িতদের শাস্তির দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছে টঙ্গীবাড়ি উপজেলার আড়িয়ল স্বর্ণময়ী উচ্চবিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা।

৩০ জুন বৃহঃবার বেলা ০১টায় বিদ্যালয়টির সামনে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এ সময় শিক্ষার্থীরা শিক্ষক হত্যাকান্ডে জড়িত আটক ব্যাক্তিকে দ্রুত বিচার ট্রাইবুন্যালের মাধ্যমে দ্রুত সময়ের মধ্যে বিচার নিষ্পত্তি করে সর্বোচ্চ শাস্তির দাবি জানান।

 মানববন্ধনে উপস্থিত ছিলেন আড়িয়ল স্বর্ণময়ী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মাকসুদুর রহমান মোল্লা, সিনিয়র শিক্ষক মোবারক আলি রতন, এম এ বারি, মোঃ শামিম, কাঞ্চন মেডাম, শিল্পি আক্তার, আওলাদ হোসেন, মোঃ ফয়সাল বেপারি, মোঃ আরিফ হোসেন, মোঃ মাসুম, সত্যজিৎ দাস প্রমুখ। মানববন্ধন শেষে শিক্ষার্থীরা স্থানীয় সড়কে একটি বিক্ষোভ মিছিল বের করেন। এ সময় তাদের সঙ্গে আশপাশের আরও অন্যান্য স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীরাও অংশগ্রহণ করে।

 

 

×