ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বিচারের দাবিতে মানববন্ধন

শিক্ষককে হত্যা ও লাঞ্ছনার বিচার চায় ইবি ছাত্র ইউনিয়ন

ইবি সংবাদদাতা

প্রকাশিত: ১২:৪৫, ৩০ জুন ২০২২

শিক্ষককে হত্যা ও লাঞ্ছনার বিচার চায় ইবি ছাত্র ইউনিয়ন

ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্র ইউনিয়নের মানববন্ধন 

সাভারে কলেজ প্রভাষককে পিটিয়ে হত্যা নড়াইলে শিক্ষককে লাঞ্ছনার বিচারের দাবিতে মানববন্ধন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ছাত্র ইউনিয়ন বৃহস্পতিবার বেলা ১১ টায় ক্যাম্পাসের ঝাল চত্বর সংলগ্ন সংগঠনটির দলীয় টেন্টে এটি অনুষ্ঠিত হয়

এসময় সংগঠনটির সাধারণ সম্পাদক আজিজুল হক পিয়াস, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক সাকিব হাসান, বিজ্ঞান প্রযুক্তি বিষয়ক সম্পাদক শেখ সুমন, কার্যনির্বাহী সদস্য মাহমুদুল হাসান, মোখলেসুর রহমান সুইটসহ সংগঠনটির অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন মানববন্ধনটি সঞ্চালনা করেন কোষাধ্যাক্ষ ওবাইদুর রহমান আনাস

মানববন্ধনে আজিজুল হক পিয়াস বলেন, শিক্ষকরা মানুষ গড়ার কারিগর নড়াইলে পুলিশের উপস্থতিতে এক শিক্ষকের গলায় জুতার মালা পরানো হয়েছে এবং সাভারে একজন শিক্ষককে পিটিয়ে হতা করা করা হয়েছে এর চেয়ে ন্যাক্কারজনক ঘটনা কিছু হতে পারে না এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় এটি ফ্যাসিবাদী শাসনের একটি প্রক্রিয়া এসব ঘটনা স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যর্থতা অনতিবিলম্নে যদি অভিযুক্তদের সুষ্ঠু বিচার করা না হয় তাহলে ছাত্র ইউনিয়ন দেশের আপামর জনতাকে সাথে নিয়ে দূর্বার আন্দোলন গড়ে তুলবে একইসাথে তিনি ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবি জানান

এর আগে একই দাবিতে মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের মৃত্যুঞ্জয়ী মুজিব মুর্যালের পাদদেশে অবস্থান কর্মসূচি করেছে বিশ্ববিদ্যালয়ের ছয়জন শিক্ষক একইদিনে প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছে বঙ্গবন্ধু পরিষদ শিক্ষক ইউনিট এছাড়া গতকাল বুধবার বিবৃতি দিয়েছে শিক্ষক সমিতি

×