ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

বঙ্গোপসাগরে অবৈধ অনুপ্রবেশ

অবৈধ প্রবেশ করায় ১৩৫ ভারতীয় জেলে আটক

স্টাফ রিপোর্টার, বাগেরহাট

প্রকাশিত: ২০:৩৯, ২৯ জুন ২০২২

অবৈধ প্রবেশ করায় ১৩৫ ভারতীয় জেলে আটক

অবৈধ অনুপ্রবেশকারীরা

বঙ্গোপসাগরে বাংলাদেশের জলসীমায় অবৈধ অনুপ্রবেশ করে মাছ শিকারের সময় ৮টি ট্রলারসহ ১৩৫ জন ভারতীয় জেলেকে আটক করেছে নৌবাহিনী বুধবার সকালে (২৯ জুন) তাদের মোংলা থানায় সোপর্দ করা হয়েছে

গত সোমবার রাতে গভীর সমুদ্রে টহল দেওয়ার সময় নৌবাহিনীর সদস্যরা দুই দফায় অভিযান চালিয়ে ভারতীয় ওই জেলেদের আটক করেন

বাগেরহাট জেলা পুলিশের মিডিয়া সেলের পুলিশ পরিদর্শক এস.এম আশরাফুল আলম জানান, নৌবাহিনীর জাহাজ বানৌজা প্রত্যয় এবং আলী হায়দার সোমবার রাতে সমুদ্রে টহলে ছিল এসময় অবৈধভাবে বাংলাদেশ জলসীমায় প্রবেশ করে মাছ ধরার অপরাধে প্রথম দফায় অভিযান চালিয়ে ৪টি ট্রলারসহ ৬৮ জন এবং দ্বিতীয় দফায় ৪টি ট্রলারসহ ৬৭ জন ভারতীয় জেলেকে আটক করা হয় জব্দকৃত ট্রলারসহ মালামালের আনুমানিক দাম প্রায় কোটি ৮০ লাখ টাকা

মোংলা থানার ওসি মোহাম্মদ মনিরুল ইসলাম জানান, অবৈধভাবে বাংলাদেশ জলসীমায় প্রবেশ করে মাছ ধরার অপরাধে থানায় মামলা হয়েছে আটক ভারতীয় জেলেদের বাগেরহাট চিফ জুডিসিয়াল ম্যাজিস্টেট আদালতে প্রেরণ করা হচ্ছে

×