ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৭ আগস্ট ২০২৫, ২৩ শ্রাবণ ১৪৩২

হোসেনপুরে নারীর অর্ধগলিত লাশ উদ্ধার

প্রকাশিত: ১৬:৪৩, ১৮ এপ্রিল ২০২২

হোসেনপুরে নারীর অর্ধগলিত লাশ উদ্ধার

সংবাদদাতা, হোসেনপুর, কিশোরগঞ্জ ॥ কিশোরগঞ্জের হোসেনপুরে পুকুর থেকে খোশনাহার (৪০) নামের এক নারীর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৮ এপ্রিল) দুপুরে উপজেলার জিনারী ইউনিয়নের হাজিপুর বাজার সংলগ্ন জাহাঙ্গীরের পুকুর থেকে ভাসমান অবস্থায় ওই নারীর লাশ উদ্ধার করা হয়। মৃত খোশনাহার পার্শ্ববর্তী নান্দাইল উপজেলার দেউলডাঙ্গা গ্রামের বাসীন্দা। তিনি ওই এলাকার তারা মিয়ার মেয়ে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, খোশনাহার মানসিক ভারসাম্যহীন ও মৃগী রোগে আক্রান্ত ছিলেন। মানসিক ভারসাম্যহীন হওয়ায় পরিবারের লোকজন তাকে শিকলে বেধেঁ রেখে ছিলো। গত ৫-৬ দিন আগে শিখল ভেঙ্গে বাড়ি থেকে পালিয়ে পার্শ্ববর্তী হাজিপুর বাজার এলাকায় ঘুরাফেরা করতেন তিনি। সোমবার (১৮ এপ্রিল) দুপুরে একটি পুকুরে উপুড় হয়ে থাকা লাশ দেখতে পেয়ে হোসেনপুর থানায় খবর দেন স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থলে এসে পুকুর থেকে লাশ উদ্ধার করেন। হোসেনপুর থানার ওসি মুহাম্মদ মাসুদ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
×