ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সৌদি আরবের সঙ্গে মিল রেখে দিনাজপুরে ঈদ উদযাপন

প্রকাশিত: ১৬:৪৬, ৩১ জুলাই ২০২০

সৌদি আরবের সঙ্গে মিল রেখে দিনাজপুরে ঈদ উদযাপন

স্টাফ রিপোর্টার, দিনাজপুর ॥ সৌদি আরবের সাথে মিল রেখে দিনাজপুরের ৬টি উপজেলার কয়েক গ্রামের মানুষ ঈদুল আজহার নামাজ আদায় করেছেন। দিনাজপুর জেলা সদর, চিরিরবন্দর, বিরল, কাহারোল, বিরামপুর এবং খানসামা উপজেলার পল্লী এলাকায় পৃথক জামাতে ঈদুল আযহার নামাজ আদায় করেছেন কয়েক হাজার মানুষ। নামাজ শেষে আল্লাহর সস্তুষ্টির আশায় পশু কোরবানি দেন তারা। শুক্রবার সকাল সাড়ে ৭টায় দিনাজপুর শহরের চারুবাবু এলাকার পার্টি সেন্টারে প্রায় দুই শতাধিক মানুষ ঈদুল আজহার নামাজ আদায় করেছেন। এই নামাজে মহিলা ও শিশুরাও অংশগ্রহণ করেছে। এই জামায়াতে ইমামতি করেন সদর উপজেলার রানীগঞ্জ গ্রামের মো. সাইফুল ইসলাম। এছাড়া একই সময়ে জেলার চিরিরবন্দর উপজেলার রাবার ড্যাম এলাকায়, কাহারোল উপজেলার জয়নন্দ গ্রামে ও বিরামপুর উপজেলার বিনাইল ইউনিয়নের আয়রা বাজার জামে মসজিদে এবং জোতবানী ইউনিয়নের খয়েরবাড়ি মির্জাপুর জামে মসজিদ, বিরলের বালন্দর, খানসামার পাকেরহাটসহ বিভিন্ন স্থানে কয়েকশ মানুষ ঈদুল আজহার নামাজ আদায় করেছে বলে জানা গেছে। উল্লেখ্য, দিনাজপুর জেলায় ২০০৭ সাল থেকে সৌদি আরবের সাথে মিল রেখে ঈদের নামাজ আদায় করে আসছে কিছু মানুষ।
×