ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ঝিনাইদহে ৪ টি উপজেলায় ভোটগ্রহণ চলছে

প্রকাশিত: ২৩:৩৬, ২৪ মার্চ ২০১৯

ঝিনাইদহে ৪ টি উপজেলায় ভোটগ্রহণ চলছে

নিজস্ব সংবাদদাতা, ঝিনাইদহ ॥ ঝিনাইদহে ৪টি উপজেলায় ৪২৩টি ভোটকেন্দ্রে আজ সকাল থেকে ভোটগ্রহণ শরু হযেছে। এ ৪ উপজেলায় মোট ৯ লাখ ৮১ হাজার ৫’শ ৬০ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে ৪ লাখ ৯০ হাজার ৯’শ ৯৫ জন পুরুষ ও ৪ লাখ ৯০ হাজার ৫’শ ৬৫ জন নারী ভোটার রয়েছে। সকালের দিকে ভোটকেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতিও বেশ ভাল। এখানে ২’শ ৫৫ টি ভোট কেন্দ্রকে অধিক গুরুত্বপুর্র্ন হিসাবে ধরা হয়েছে। নির্বাচনে আইন-শৃঙ্খলা রক্ষায় ১২’শ ৯৯ জন পুলিশ, ৬৫ জন র্যাব, ১২ প্লাটুন বিজিবি ও ৫ হাজার ৭৬ জন আনসার নিযোজিত রয়েছেন। এচাড়াও শতাধিক মোবাইল টিম টহল রয়েছে। নির্বাচনে ঝিনাইদহ সদর উপজেলায় ২ জন, হরিণাকুন্ডু উপজেলায় ৩ জন ও শৈলকুপা উপজেলায় ২ জন উপজেলা চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়া কালীগঞ্জ উপজেলায় আওয়ামী লীগ মনোনিত প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
×