
নিজস্ব সংবাদদাতা, কালকিনি, মাদারীপুর ॥ ‘শেখ হাসিনার উদ্যোগ ঘরে ঘরে বিদ্যুৎ’ এ শ্লোগানকে সামনে রেখে মাদারীপুর পল্লী বিদ্যুৎ সমিতির কালকিনি সাব জোনাল শাখার উদ্যোগে উপজেলার গোপালপুর এলাকায় স্পট মিটারিং প্রোগ্রামের মাধ্যমে আজ শনিবার দুপুরে একই সঙ্গে ১৮০টি পরিবারের মাঝে বিদ্যুৎ সংযোগ প্রদান করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন ডিজিএম আক্তার হোসেন, এজিএমকম সিদ্দিকুর রহমান, ইউপি চেয়ারম্যান ফরহাদ হোসেন ও ছাত্রলীগ নেতা কাজী ফয়সাল প্রমুখ।