ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ইউপিডিএফ এ ভাংগন ॥ একই নামে নতুন দলের আত্মপ্রকাশ

প্রকাশিত: ০১:১৪, ১৫ নভেম্বর ২০১৭

ইউপিডিএফ এ ভাংগন ॥ একই নামে নতুন দলের আত্মপ্রকাশ

পার্বত্যাঞ্চল প্রতিনিধি, খাগড়াছড়ি ॥ পার্বত্য চট্টগ্রামে পূর্ণস্বায়ত্তশাসন আন্দোলনের ১৯ বছরের মাথায় দ্বিধা বিভক্তি দেখা দিয়েছে আঞ্চলিক রাজনৈতিক দল ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) এর মধ্যে। আজ বুধবার সকালে জেলা সদরের খাগড়াপুর কমিউনিটি সেন্টারে সংবাদ সম্মেলন করে দলটির ‘ইউপিডিএফ (গনতান্ত্রিক)’ নতুন কমিটির আত্মপ্রকাশ ঘটে। এর মধ্যদিয়ে প্রসিত বিকাশ খীসার নেতৃত্বাধীন এই আঞ্চলিক রাজনৈতিক দলটি ভাংগনের মূখে পড়লো। ইউপিডিএফ (গনতান্ত্রিক) নামে ৭ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কমিটি ঘোষনা করা হয়। নতুন কমিটিতে আহবায়ক তপন জ্যোতি চাকমা (বর্মা) ও সদস্য সচিব জলেয়া চাকমা তরু। সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়েছে, ইউপিডিএফ এর বর্তমান নেতৃত্ব সম্পূর্ন অগনতান্ত্রিক। তারা গঠনতন্ত্রে নিয়মতান্ত্রিকভাবে আন্দোলন চালিয়ে যাওয়ার কথা থাকলেও দলটির বর্তমান নেতারা বলপ্রয়োগ, চাঁদাবাজি ও গুম, খুনের রাজনীতিতে জড়িয়ে পড়েছে। ২০১৪ সাল থেকে এ পর্যন্ত অন্তত ১০ জনের অধিক নেতাকে হত্যা করেছে। ফলে ইউপিডিএফ এর এমন অগনতান্ত্রিক রাজনীতির কারণে সঞ্চয়, দিপ্তী শংকরসহ অসংখ্য নেতাকর্মী দল ত্যাগ করেছেন বলেও অভিযোগ করেন নতুন সংগঠনের নেতারা। এমন নাজুক অবস্থার বিবেচনায় ইউপিডিএফ এর নতুন কমিটি ঘোষনা করতে বাধ্য হয়েছেন বলে নেতারা উল্লেখ করেন। উল্লেখ্য যে, পার্বত্য চট্টগ্রাম চুক্তির বিরোধিতা করে এবং জনসংহতি সমিতির শীর্ষ নেতা জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা (সন্তু লারমা) এর নেতৃত্বকে চ্যালেঞ্জ করে ১৯৯৮ সালে ২৬ ডিসেম্বর ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) গঠন করা হয়েছিল। এদিকে মাদক, সন্ত্রাস ও দূর্বৃত্ত প্রতিরোধ কমিটির ব্যানারে ইউপিডিএফ এর মূল অংশ আজ সকালে খাগড়াছড়িতে লাঠিমিছিল বের করে। স্বনির্ভর এলাকায় লাঠিমিছিল থেকে আগামীকাল (বৃহস্পতিবার) খাগড়াছড়ি জেলায় সকাল-সন্ধ্যা সড়ক অবরোধ আহবান করা হয়।
×