ঢাকা, বাংলাদেশ   সোমবার ০৭ জুলাই ২০২৫, ২৩ আষাঢ় ১৪৩২

শরণখোলায় ১০ টাকার চাল বিতরণে অনিয়মের অভিযোগ

প্রকাশিত: ২২:০৯, ২৮ অক্টোবর ২০১৬

শরণখোলায় ১০ টাকার চাল বিতরণে অনিয়মের অভিযোগ

স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ বাগেরহাটের শরণখোলায় ১০ টাকা কেজির চাল বিতরনে (খাদ্য নিরাপত্তা কর্মসূচী) নানা অনিয়মের অভিযোগ উঠেছে। উপজেলার ৪টি ইউনিয়নের ৮,৪৪১ জন উপকারভোগীর মধ্যে প্রতি মাসে ৩০ কেজি চাল বিতরনের দায়িত্বে থাকা ডিলাররা ওজনে কম দেওয়া, অতিরিক্ত অর্থ আদায়, চাল কম দিয়ে কার্ডে ৩০ কেজি লিখে দেওয়া সহ নানা অনিয়ম দুর্ণীতির আশ্রয় নিলেও তাদের বিরুদ্ধে কোন পদক্ষেপ গ্রহণ করছে না সংশ্লিষ্টরা। যার ফলে চাল বিতরনের সরকার ঘোষিত শতভাগ সুফল ভোগ করতে পারছেন না অধিকাংশ হত দরিদ্র মানুষ। এছাড়াও তালিকা তৈরীর ক্ষেত্রে কতিপয় মেম্বর ও চেয়ারম্যানদের বিরুদ্ধে রয়েছে দলীয়করণ ও আত্মীয়করণের নানা অনিয়মের অভিযোগ। এ বিষয়ে উপজেলা খাদ্য কর্মকর্তা দেবদুত রায় বলেন, দরিদ্রদের তালিকা তৈরীতে কিছু অনিয়মের কিছু অভিযোগ পাওয়া গেছে, তবে ওজনে কম দেয়ার বিষয়টি জানা নেই। কোন ডিলার চাল কম দিলে এবং অতিরিক্ত অর্থ গ্রহণ করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
×