ঢাকা, বাংলাদেশ   রোববার ১১ মে ২০২৫, ২৮ বৈশাখ ১৪৩২

নীলফামারীতে দি ফারমার্স ব্যাংক লিমিটেডের ৪৭তম শাখার উদ্ধোধন

প্রকাশিত: ২২:২৬, ৬ অক্টোবর ২০১৬

নীলফামারীতে দি ফারমার্স ব্যাংক লিমিটেডের ৪৭তম  শাখার উদ্ধোধন

স্টাফ বিপোর্টার, নীলফামারী ॥ দি ফারমার্স ব্যাংক লিমিটেডের ৪৭তম শাখা শুভ উদ্ধোধন করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে জেলা শহরে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে ফিতা কেটে ব্যাংকটির শাখার আনুষ্ঠানিকভাবে উদ্ধোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নুর এমপি। এ উপলক্ষ্যে ব্যাংক কার্যালয়ে ব্যাংকের মহা ব্যবস্থাপক (চলতি দায়িত্ব) আব্দুল মোতালেব পাটোয়ারীর সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্ধোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন হিসাবে ব্যাংকের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি, ব্যাংকের ভাইস চেয়ারম্যান ড. মোহাম্মদ আতহার উদ্দিন, ব্যাংকটির অডিট কমিটির চেয়ারম্যান মাহবুবুল হক চিশতী। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রশাসক মমতাজুল হক পৌর মেয়র দেওয়ান কামাল আহমেদ,সদর উপজেলা চেয়ারম্যান আবুজার রহমান, সহকারী পুলিশ সুপার সদর সার্কেল ফিরোজ কবীর, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ফজলুল হক ও চেম্বার অফ কমার্স এন্ড ইন্ড্রাষ্টি‘র সভাপতি এসএম সফিকুল আলম ডাবলু।
×