
ছবি : জনকণ্ঠ
কুমিল্লার তিতাস উপজেলার মৌটুপী গ্রামে সেনাবাহিনীর ৩৩ পদাতিক ডিভিশনের একটি দল ও তিতাস থানা পুলিশের যৌথ অভিযানে ইয়াবা ও মদ উদ্ধার করা হয়, তবে আসামি সবুজ পালিয়ে যায়।
মাদক ব্যবসায়ী সবুজ মৌটুপী গ্রামের মৃত সাদেক মিয়ার ছেলে।
ইয়াবা ও মদ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন তিতাস থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শহীদ উল্লাহ।
শনিবার (১০ মে) দিবাগত রাতে উপজেলার মৌটুপী গ্রামের গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর ৩৩ পদাতিক ডিভিশনের একটি দল ও তিতাস থানা পুলিশের যৌথ অভিযানে সবুজের বসতঘর থেকে ইয়াবা ও মদ উদ্ধার করা হয়। তবে যৌথ বাহিনীর আসার টের পেয়ে মাদক ব্যবসায়ী সবুজ পালিয়ে যায়।
তিতাস থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শহীদ উল্লাহ জানান, মৌটুপী গ্রামের সবুজের বসতঘরে অভিযান চালিয়ে ইয়াবা ও মদ উদ্ধার করা হলেও মাদক ব্যবসায়ী সবুজ পালিয়ে যেতে সক্ষম হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। অভিযুক্ত সবুজকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।
সা/ই