ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

কক্সবাজারে অপরাধ দমনে সিসিটিভি স্থাপনের সিদ্ধান্ত

প্রকাশিত: ১৯:০০, ৩১ মার্চ ২০১৬

কক্সবাজারে অপরাধ দমনে সিসিটিভি স্থাপনের সিদ্ধান্ত

স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ অপরাধ দমনে শহরের কলাতলীর কটেজ জোন এবার ব্যবসায়ীদের উদ্যোগে সিসিটিভির আওতায় আসছে। খুব শীঘ্রই ১২ সিসি ক্যামরার মাধ্যমে পুরো কটেজ জোনকে নিরাপত্তায় ঢেকে দেয়া হবে। বুধবার রাতে কটেজ ব্যবসায়ী সমবায় সমিতির এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। সভায় কটেজ ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি কাজী রাসেল আহমদ নোবেল বলেন, কক্সবাজার পৃথিবীর অন্যতম পর্যটন কেন্দ্র। এখানে প্রতিনিয়ত যেসব পর্যটক বেড়াতে আসে, এদের ২০ শতাংশ পর্যটকের আবাসন ব্যবস্থা নিশ্চিত করছে কলাতলীর কটেজ গুলো। তাই পর্যটকদের নিরাপত্তার স্বার্থে পুরো কটেজ জোনকে নিরাপত্তার চাদরে ঢেকে দেয়া খুবই জরুরি। একারণে কটেজ ব্যবসায়ীদের উদ্যোগে কটেজ জোনের বিভিন্ন পয়েন্টে একাধিক সিসিটিভি স্থাপন করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। আগামী এক মাসের মধ্যে এ সিদ্ধান্ত বাস্তবায়ন করা হবে বলে জানান তিনি। কটেজের নিরাপত্তার স্বার্থে প্রতিদিন রেজিষ্টার খাতায় থানা পুলিশের স্বাক্ষর নেয়ার অনুরোধ করেন তিনি। সংগঠনের সাংগঠনিক সম্পাদক হেলাল উদ্দিনের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন, সাধারণ সম্পাদক নজিবুল ইসলাম, নুরুল হুদা, মো: আরিফ, দেলোয়ার হোসেন, মো: কবির, মো: নেজাম উদ্দিন, মো: সামশুল হুদা, মো: মালেক, জয়নাল ও আশরাফ।
×