ঢাকা, বাংলাদেশ   রোববার ২৬ মে ২০২৪, ১১ জ্যৈষ্ঠ ১৪৩১

সিদ্ধিরগঞ্জে ৫টি কয়েল কারখানায় তিতাসের অভিযান

প্রকাশিত: ০৯:৩৯, ৪ ডিসেম্বর ২০১৯

সিদ্ধিরগঞ্জে ৫টি কয়েল কারখানায় তিতাসের অভিযান

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের মিজমিজি পশ্চিমপাড়া ও মৌচাক এলাকায় মশার কয়েল তৈরির কারখানায় অভিযান চালিয়ে গ্যাসের অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করেছে ভ্রাম্যমান আদালত। এ সময় ২শ’ ফুট অবৈধ গ্যাস লাইনের পাইপ অপসারণ করা হয়। বুধবার দুপুর ১২টা থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা প্রশাসকের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সিদ্ধিরগঞ্জ রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) রোমানা আক্তারের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করে তিতাস কর্তৃপক্ষ। এ সময় অবৈধভাবে গ্যাস সংযোগের অভিযোগে আলম মিয়ার ১টি, জাহাঙ্গীর হোসেনের ২টি, পারভেজ মিয়ার ১টি ও আনোয়ার হোসেনের ১টিসহ মোট ৫টি মশার কয়েল তৈরি কারখানার মালিককে ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়াও কারখানায় অবৈধভাবে নেয়া গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এ সময় অভিযানে উপস্থিত ছিলেন- তিতাস গ্যাস ট্রান্সমিশন এ্যান্ড ডিস্ট্রিবিউশন (টিএ্যান্ডডি) কোম্পানির নারায়ণগঞ্জ জোনাল বিপণন অফিসের উপ-মহাব্যবস্থাপক মফিজুল ইসলাম, ব্যবস্থাপক গোলাম মোস্তফা, উপ-ব্যবস্থাপক আল মামুন, উপ-ব্যবস্থাপক সিরাজুল ইসলাম, সহকারী প্রকৌশলী এসএম হাসান শাহরিয়ার, নাজমুল ইসলাম, মানিক মিয়া ও সহকারী প্রকৌশলী সাদেকসহ বিপুল সংখ্যক পুলিশ। তিতাস গ্যাস ট্রান্সমিশন এ্যান্ড ডিস্ট্রিবিউশন (টিএন্ডডি) কোম্পানির নারায়ণগঞ্জ জোনাল বিপণন অফিসের উপ-মহাব্যবস্থাপক মফিজুল ইসলাম জানান, অভিযান চালিয়ে মশার কয়েল তৈরির ৫টি কারখানায় অবৈধভাবে গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। ৫টি কারখানা মালিককে ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা ও প্রায় ২শ’ ফুট অবৈধ গ্যাস লাইনের পাইপ অপসারণ করা হয়েছে।
×