ঢাকা, বাংলাদেশ   সোমবার ১৭ জুন ২০২৪, ৩ আষাঢ় ১৪৩১

কলকাতা-হায়দরাবাদ শিরোপা লড়াই আজ

​​​​​​​শাকিল আহমেদ মিরাজ

প্রকাশিত: ০০:২১, ২৬ মে ২০২৪

কলকাতা-হায়দরাবাদ শিরোপা লড়াই আজ

আইপিএলের ট্রফি মাঝখানে রেখে ফাইনালের দুই অধিনায়ক কলকাতার শ্রেয়াস আইয়ার (বাঁয়ে) ও হায়দরাবাদের প্যাট কামিন্স

ভারতের ঘরোয়া টি২০ টুর্নামেন্ট ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ফাইনাল আজ। ১৭তম আসরের শিরোপার লড়াইয়ে মুখোমুখি শ্রেয়াস আইয়ারের কলকাতা নাইট রাইডার্স প্যাট কামিন্সের সানরাইজার্স হায়দরাবাদ। চেন্নাইর এম চিদাম্বরম স্টেডিয়ামে খেলা শুরু বাংলাদেশ সময় রাত আটটায়। ১০ দলের টুর্নামেন্টে লিগ পর্বে ১৪ ম্যাচের সর্বোচ্চ ৯টিতে জিতে পয়েন্ট টেবিলের শীর্ষে থেকে সেরা চারে উঠে আসে কলকাতা।

জয়ে হায়দরাবাদ ছিল দ্বিতীয় স্থানে। অর্থাৎ প্রথম কোয়ালিফায়ারে এই দুই দলই মুখোমুখি হয়েছিল, যেখানে সানরাইজার্সকে উইকেটে হারিয়ে সরাসরি ফাইনালে ওঠে নাইট শিবির। আর দ্বিতীয় কোয়ালিফায়ারে রাজস্থান রয়্যালসের বিপক্ষে ৩৬ রানের বড় জয়ে শিরোপার দৌড়ে শামিল হয় হায়দরাবাদ। একদিকে সুনীল নারাইন, আন্দ্রে রাসেল, বরুন চক্রবর্তী, অন্যদিকে ট্রাভিস হেড, হেনরিখ ক্লাসেন, টি নটরাজন; জমবে লড়াই সেয়ানে-সেয়ানে!

২০১২ সালে পঞ্চম ২০১৪ সপ্তম আইপিএলের শিরোপাজয়ী কলকাতা ২০২১- ১৪তম আসরের ফাইনালে উঠে হারে চেন্নাইর কাছে। বলিউড বাদশাহ শাহরুখ খানের মালিকানাধীন ফ্র্যাঞ্চাইজিটির সামনে এবার তৃতীয় শিরোপর হাতছানি।

অন্যদিকে ২০১৩ সালের ষষ্ঠ আসর থেকে খেলতে আসা হায়দরাবাদ পর্যন্ত একবারই শিরোপা জিতেছে, ২০১৬ সালের নবম আসরে। ছাড়া ফাইনালে হারে ২০১৮ সালে। ২০০৮ সালে শুরু আইপিএলে আগের ১৬ আসরে সর্বোচ্চ পাঁচবার করে শিরোপা জিতেছে রোহিত শর্মার মুম্বাই ইন্ডিয়ান্স (২০১৩, ২০১৫, ২০১৭, ২০১৯, ২০২০) মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস (২০১০, ২০১১, ২০১৮, ২০২১, ২০২৩) এবার ব্যাটে-বলে কলকাতার তুরুপের তাস হয়ে উঠেছেন নারাইন। দুর্দান্ত অলরাউন্ড নৈপুণ্য প্রদর্শন করছেন ওয়েস্ট ইন্ডিয়ান। সেঞ্চুরি হাফ সেঞ্চুরিতে করেছেন ৪৮২ রান। দলটির হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ৪৩৫ রান করা ফিল সল্টকে পাচ্ছে না কেকেআর। বিশ্বকাপ সামনে রেখে দেশে ফিরে গেছেন ইংলিশ ওপেনার। অধিনায়ক আইয়ার এবং বিগম্যান আন্দ্রে রাসেলকে নিতে হবে বাড়তি দায়িত্ব। ডানহাতি হারশিত রানার শিকার ১৭ উইকেট। রাসেল   নারাইনের ঝুলিতে ১৬টি।

অন্যদিকে ব্যাটিংয়ে হায়দরাবাদের বড় নাম ট্রাভিস হেড, সেঞ্চুরি হাফ সেঞ্চুরিতে ৫৬৭ রান অস্ট্রেলিয়ানের। হেনরিখ ক্লাসেন ৪৬৩। বোলিংয়ে বাঁহাতি পেসার টি নটরাজন ২০ উইকেট নিয়ে দ্বিতীয় সর্বোচ্চ শিকারি। আর যার নেতৃত্ব ঘিরে আলোচনা, যিনি সদ্যই অস্ট্রেলিয়াকে বিশ্বকাপ জিতেছেন, সেই কামিন্স নিয়েছেন ১৭ উইকেট। নিয়ে ষষ্ঠবারের মতো (২০০৯, ২০১০, ২০১২, ২০২১, ২০২২, ২০২৪) কোনো বছরে আইপিএল  শেষ হওয়ার পর টি২০ বিশ্বকাপ শুরু হচ্ছে। তবে এবারই প্রথম আইপিএল ফাইনাল খেলা দুই দলের  কেউই ভারতের বিশ্বকাপ দলে জায়গা পাননি! শুধু রিজার্ভ স্কোয়াডের রিংকু সিং আছেন কলকাতা শিবিরে।

ওয়েস্ট ইন্ডিজ যুক্তরাষ্ট্রে আগামী জুন পর্দা উঠছে টি২০ বিশ্বকাপের। বৃষ্টির বিষয়টি মাথায় রেখে আইপিএলের ফাইনালে একদিন রিজার্ভ ডে আছে। ন্যূনতম ওভার খেলা না হলে খেলা গড়াবে সোমবার। সেদিনও খেলা পরিত্যক্ত হলে এবার আর যুগ্ম চ্যাম্পিয়ন নয়, পয়েন্ট টেবিলের শীর্ষে থাকায় শিরোপা যাবে কলকাতার ঘরে।

×