ঢাকা, বাংলাদেশ   সোমবার ১৭ জুন ২০২৪, ৩ আষাঢ় ১৪৩১

‘এশা মার্ডার : কর্মফল’ সিনেমার পোস্টার প্রকাশ

​​​​​​​সংস্কৃতি প্রতিবেদক

প্রকাশিত: ০০:০৬, ২৬ মে ২০২৪

‘এশা মার্ডার : কর্মফল’ সিনেমার পোস্টার প্রকাশ

.

চাঞ্চল্যকর এক হত্যাকাণ্ডের রহস্য ভেদ করার গল্প নিয়ে নির্মিত হচ্ছেএশা মার্ডার : কর্মফল।সীমাহীন খোঁজাখুঁজির পর সন্দিগ্ধ খুনিকে সামনে পেয়ে এএসপি লিনার রাগ-ক্ষোভ-দুঃখ ভারাক্রান্ত চাহনি এবং অসহায় সহজ-সরল একজন মেয়ে এশার ভীতসন্ত্রস্ত দৃষ্টি। এশার মাথার ওপরে অশনি সঙ্কেত হয়ে বসে আছে একটি কাক! এএসপি লিনা হিসেবে আজমেরী হক বাঁধন এবং ভিকটিম হিসেবে পূজা ক্রুজ নিজ নিজ চরিত্র ধারণ করার দক্ষতায় এই সিনেমায় কতটা পারঙ্গম ছিলেন তার একটি প্রতিচ্ছবি এই পোস্টারে স্পষ্ট হয়েছে। বৃহস্পতিবার বিকেলে সামাজিক যোগাযোগ মাধ্যমে সিনেমাটির পোস্টার প্রকাশ পায়রীতিমতো দর্শকদের এটি মুগ্ধ করে। সানী সানোয়ার পরিচালিত, কপ ক্রিয়েশন বিঞ্জ-এর যৌথ প্রযোজনায় নির্মিতব্য ছবিটিতে বাঁধনের সঙ্গে অভিনয় করেছেন নবাগত পূজা এগনেজ ক্রুজ। সহযোগী প্রযোজনা সংস্থা হিসেবে যুক্ত আছেন লিডস এন্টারটেইনমেন্ট।

টিজার প্রকাশের পর সিনেমার গল্পে যে  রহস্যের আভাস দেওয়া হয়েছিল, ‘এশা মার্ডার : কর্মফল’-এর ছবির প্রথম পোস্টারে সে রহস্যের একটি ভিন্ন মাত্রা ফুটিয়ে তোলা হয়েছে। পরিচালক সানী সানোয়ার বলেন, আর মাত্র - দিনের শূটিং বাকি থাকায় এবং এত অল্প সময়ে শূটিং কারিগরি কাজ তড়িঘড়ি করে সম্পন্ন করে মুক্তি দেওয়ার মতো সিনেমাএশা মার্ডারনা। এটি একটি ভিন্ন আমেজের সিনেমা যাতে যথাযথ এডিটিং, কালার গ্রেডিং, স্পেশাল সাউন্ড ইফেক্ট এবং সর্বোপরি উন্নত ব্যাক গ্রাউন্ড মিউজিক দরকার। বিশ্বব্যাপী খুন রহস্যের সিনেমাগুলো এভাবেই ঠান্ডা মাথায় লেখা হয়, শূট করা হয় এবং এডিট করা হয়। পুরো কার্যক্রম সম্পন্ন হওয়ার কাছাকাছি পৌঁছে কিছুদিনের মধ্যেই মুক্তির তারিখ ঘোষণা করা হবে।

×